টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৮ জুন ২০২৪ , ০৬:১৪ এএম


বিশ্বকাপ
ছবি : সংগৃহীত

প্রায় এক সপ্তাহ আগে বিশ্বকাপ শুরু হলেও এখনও আসরে মাঠে নামেনি বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ১৫তম ম্যাচে এসে অভিযান শুরু হচ্ছে বাংলাদেশের। 

বিজ্ঞাপন

শনিবার (৮ জুন) বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। 


চোটের কারণে যুক্তরাষ্ট্র সিরিজে খেলা হয়নি তাসকিন আহমেদের। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ফিরেছেন এই পেসার। 

বিজ্ঞাপন

এদিকে নিজেদের বিশ্বকাপ অভিযানে আরেক পেসার শরিফুলের সার্ভিস পাচ্ছে না লাল-সবুজেরা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। 

ফিজ-তাসকিনের সঙ্গে একাদশে সুযোগ পেয়েছেন তানজিম সাকিব। তবে একাদশে জায়গা হয়নি উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিকের। অন্যদিকে তিন বোলারের সঙ্গে পাঁচ অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছেন লঙ্কানরা।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কা একাদশ : পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহীশ তিকশানা, মাতিশা পাতিরানা ও নুয়ান তুশারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission