ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

যে কারণে ইউটিউব চ্যানেল খুললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ , ০১:২৪ পিএম


loading/img
ছবি-এএফপি

বর্তমানে বিশ্ব সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠের পারফর‌ম্যান্স দিয়ে মন জয় করেছেন কোটি কোটি ফুটবলভক্তের। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর ফলোয়ারও সবচেয়ে বেশি। বিভিন্ন সামাজিকমাধ্যমে ৯১৭ মিলিয়ন অনুসারী আছে তার। এরই মধ্যে নিজের নামে ইউটিউব চ্যানেল খুলছেন এই পর্তুগিজ সুপারস্টার।

বিজ্ঞাপন

বুধবার (২১ আগস্ট) ইউআর ডট ক্রিশ্চিয়ানো নামের একটি চ্যানেলের উদ্বোধন করেন এই তারকা ফুটবলার।  

রোনালদো জানিয়েছেন, চ্যানেলটিতে ফুটবল সম্পর্কিত বিভিন্ন বিষয়ের আলোচনা করবেন তিনি। এ ছাড়া পরিবার, ভালো থাকা, প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয়াবলি এবং ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত বিষয়ও থাকবে। এ জন্য দীর্ঘমেয়াদে কাজ করবেন তিনি।

বিজ্ঞাপন

চ্যানেলটি নিয়ে রোনালদো বলেন, অবশেষে এটিকে বাস্তব করার সুযোগ হয়েছে আমাদের। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সবসময় আমার সম্পর্ক  শক্তিশালী, এ সম্পর্ক আরও দৃঢ় করতে ইউটিউব চ্যানেল বড় একটি প্ল্যাটফর্ম। 

রোনালদো বলেন, ভক্তরা আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে এবং বিভিন্ন বিষয়ে আমার মতামত সম্পর্কে এখান থেকে আরও জানবে। এ ছাড়াও আমি অতিথিদের সঙ্গে কথোপকথন ভাগ করে নেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি, যা নিঃসন্দেহে মানুষকে অবাক করবে!’

ইতোমধ্যে চ্যানেলটিতে ভিডিও পোস্ট করেছেন রোনালদো। প্রথম ভিডিওতে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে করা সেরা গোলগুলো তুলে ধরেছেন তিনি।

বিজ্ঞাপন

প্রায় দুই দশক ধরে শীর্ষ পর্যায়ের ফুটবল খেলে যাচ্ছেন রোনালদো। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা সৌদি প্রো লিগে খেলছেন আল নাসরের অধিনায়ক হিসেবে। নেতৃত্ব দিচ্ছেন পর্তুগাল ফুটবলকেও।

বিজ্ঞাপন

ক্লাব ক্যারিয়ারে অনেক দামি ক্লাবে ছিলেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড দিয়ে শুরু করে খেলেছেন রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ক্লাবে। জিতেছেন ৩৩টি ট্রফি, সঙ্গে ৫টি করে উয়েফা চ্যাম্পিয়নশিপের শিরোপা ও ব্যালন ডি‘অর।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |