পার্থ টেস্ট
দুর্দান্ত প্রত্যাবর্তনে বড় লিডের পথে ভারত
পার্থ টেস্টের প্রথম দিনে ১৭ উইকেট তুলে ৭২ বছরের পুরনো রেকর্ড ভেঙেছিল ভারত-অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় দিনেই বদলে গেছে পিচের চরিত্র। দ্বিতীয় দিনে ১০ উইকেট হাতে থাকতেই ২১৮ রানের লিড নিয়ে দিন শেষ করেছে ভারত।
শনিবার (২৩ নভেম্বর) দ্বিতীয় দিনের শুরুতে স্টার্ক লড়াই করলেও অজিরা ১০৪ রানে অলআউট হয়। এতে ৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত।
প্রথম ইনিংসে পার্থে ধুকতে থাকা ভারত দ্বিতীয় দিনে অজি বোলারদের পুরোপুরি হতাশ করেছে। দুর্দান্ত ব্যাটিংয়ে ১৭২ রানের জুটি গড়েছেন দুই ওপেনার জয়সাওয়াল এবং লোকেশ রাহুল।
দ্বিতীয় দিন শেষে ২১৮ রানের লিড তাদের। হাতে আছে ১০ উইকেট। তৃতীয় দিনে স্বাগতিকদের আরও চেপে ধরবে সফরকারী ভারত, সেটা একপ্রকার নিশ্চিত।
জয়সাওয়াল ৯০ রানে এবং লোকেশ রাহুল ৬২ রানে অপরাজিত রয়েছে। ১৯৮৬ সালের পর এই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের দুই ওপেনারই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন।
এর আগে, ৬৭ রানে ৭ উইকেট নিয়ে দিন শুরু করেছিল অজিরা। কিন্তু এদিন তিন রান যোগ করতেই সাজঘরে ফেরেন অ্যালেক্স ক্যারি। ২১ রান করেন তিনি। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করছিলেন মিচেল স্টার্ক।
কিন্তু নাথান লায়ন ৫ রানে আউট নিজেকে ধরে রাখতে পারেননি স্টার্ক। ১১২ বলে ২৬ রান করে তিনি আউট হলে ১০৪ রানে অলআউট হয় স্বাগতিকরা।
ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ। এ ছাড়াও হার্সিত রানা তিনটি এবং মোহাম্মদ সিরাজ দুটি উইকেট নেন ।
আরটিভি/এসআর
মন্তব্য করুন