রোববার শুরু হবে আইপিএলের মেগা নিলাম, যেভাবে দেখবেন
আইপিএলের ১৮তম আসরের নিলামের অনেক আগেই রিটেনশন প্রক্রিয়া শেষ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার পালা মেগা নিলামের। আগামীকাল অনুষ্ঠিত হবে দল গোছানোর লড়াই। সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হবে এবারের মেগা নিলাম।
রোববার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে দুই দিনের এই মেগা নিলাম। তবে প্রথম দিনে নাম উঠবে না কোনো বাংলাদেশির।
মেগা নিলামের আগে সর্বোচ্চ ৬ ক্রিকেটারকে রিটেইন করার সুযোগ পেয়েছে দলগুলো। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন আসরের ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৬ জনকে রিটেইন এবং সব মিলিয়ে ২৫ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে।
সেই হিসেবে এবারের মেগা নিলামে দল পেতে যাচ্ছে আরও ২০৪ জন ক্রিকেটার। এর মধ্যে ৭০ জন থাকবেন বিদেশি ক্রিকেটার।
মেগা নিলামের আগে সবচেয়ে বেশি ছয়জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। সেই হিসেবে আরও ১৯ জন ক্রিকেটারকে দলে ভিড়াতে পারবে এই দুই ফ্র্যাঞ্চাইজি। এবার দল গঠনের জন্য দলগুলোর বাজেট নির্ধারিত করা হয়েছে ১২০ কোটি ভারতীয় রুপি।
আইপিএলের মেগা নিলামে দুই দিনে ৫৭৪ ক্রিকেটারকে নিলামে তোলা হবে। এর মধ্যে ৩৬৬ জন ক্রিকেটার ভারতীয় ও ২০৮ জন বিদেশি। নিলামে আছেন অভিষেক না হওয়া ৩১৮ জন ভারতীয়, অভিষেক না হওয়া ১২ জন বিদেশি ক্রিকেটার।
মেগা নিলামের পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ভারতের জনপ্রিয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস। এ ছাড়া অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে এবারের নিলাম।
আরটিভি/ এসআর
মন্তব্য করুন