• ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

সিরিজ জিততে টাইগারদের যে ফাঁদে ফেলতে চায় ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ১৫:১৫
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
ছবি-এএফপি

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর এই জয়ে বিশেষ ভূমিকা পালন করেছেন ক্যারিবিয়ান পেসাররা। দুই ইনিংস মিলিয়ে ১৮ উইকেট তুলেছেন রোচ-জোসেফরা। তাই সিরিজ জিততে দ্বিতীয় টেস্টেও টাইগারদের পেসার আক্রমণের ফাঁদে ফেলতে চায় স্বাগতিকরা।

দেশটির স্থানীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা জানান ডি সিলভা। তিনি বলেন, কিমার রোচ ও আলজারি জোসেফ পেস আক্রমণকে খুব ভালো নেতৃত্ব দিচ্ছে। শামার জোসেফের মতো নতুন মুখ আছে। জেডেন সিলস বেশ কিছুদিন ধরে খেলছে, তবে এখনও নিজের কাজটা শিখছে।

‘সব মিলিয়ে পেস আক্রমণ নিজেদেরকে জানান দিচ্ছে। যে ভীতি জাগাচ্ছে তারা, ব্যাটসম্যানের চোখেই তা ফুটে উঠছে। ১৮ উইকেট নিয়েছে তারা। আমাদের জন্য ব্যাপারটি হলো, এই সুবিধাটা কাজে লাগানো এবং আশা করি, এই সেই পথ ধরে ২-০ ব্যবধানে সিরিজ জেতা।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৪ বিশেষজ্ঞ পেসারের নিয়ে একাদশ সাজিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি আরো একজন পেস বোলিং অলরাউন্ডার তাদের একাদশে ছিল। সবমিলিয়ে ৫ জন পেসার নিয়ে মাঠে নেমেছিল স্বাগতিকরা।

তাই দ্বিতীয় টেস্টের একাদশে কোন স্পিনারকে দেখা যাবে কিনা, এমনটা জানে চাওয়া হয়েছিল ডি সিলভার কাছে। জবাবে দলের সহঅধিনায়ক বলেন, সেটা অধিনায়ক ও প্রধান কোচ দেখবেন (স্পিনার নেওয়া হবে কি না)। প্রথম টেস্টে চার পেসার আমাদের জন্য কাজে দিয়েছে। পরের টেস্টে একাদশ যেমনই হোক, আমি নিশ্চিত যে আবারও কাজটা ঠিকঠাক করতে পারবে।

তিনি আরও বলেন, মাঠে যারাই নামব আমরা, সবাই নিজেদের সেরাটা দেব। স্পিনার কাউকে নেয়ার প্রয়োজন হলে, তা হবে। তারপরও আমাদের পেস আক্রমণ প্রতিপক্ষকে বিপাকে ফেলতে পারে।

উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল (শনিবার) মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

আরটিভি/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার প্রচারণা ও ইসকন প্রসঙ্গে যা বলল দিল্লি
প্রতি কনসার্টে কত টাকা পারিশ্রমিক নেন আতিফ আসলাম
তামিমের দুর্দান্ত সেঞ্চুরি, চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের
আমিরাতে বিক্ষোভের দায়ে গ্রেপ্তার আরও ৭৫ বাংলাদেশির মুক্তি