জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত ১০ নভেম্বর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে পর্দা উঠেছিল জিয়া ক্রিকেট টুর্নামেন্টের। নানা নাটকীয়তার পর শিরোপার লড়াইয়ে সিলেটের মুখোমুখি হয়েছে রংপুর বিভাগ। আর এই টুর্নামেন্টের ফাইনাল দেখতে মিরপুরে হাজির হয়ে বিএনপির নেতাকর্মীরা।
রোববার (১৯ জানুয়ারি) মিরপুর স্টেডিয়ামে টস জিতে সিলেট বিভাগকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে রংপুর বিভাগ।
জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে মিরপুর স্টেডিয়ামে হাজির হয়েছেন বিএনপির শত শত নেতাকর্মী। মিরপুরে সাধারণত টিকিট ছাড়া দর্শকদের জন্য ম্যাচ উপভোগের সুযোগ দেওয়া হয় না। কিন্তু জিয়া টুর্নামেন্টের ফাইনাল দেখতে উন্মুক্ত করে দেওয়া হয়েছে হোম অব ক্রিকেট।
তবে বিএনপির পরিচিত নেতাকর্মীদের জন্য আলাদা টিকিটের ব্যবস্থা করা হয়েছে। তাদের বসার জন্য ভিআইপি স্ট্যান্ডকে নির্ধারণ করা হয়েছে।
এ দিন মাঠে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক এসকে ফাহিম সিনহা, মাহবুব আনাম, বিএনপি নেতা ইসরাক, আমিনুল ইসলাম ছাড়াও দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
আরটিভি/এসএপি