আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করতে প্রাথমিকভাবে ডাকা ৩০ ফুটবলার নিয়ে সৌদি আরবে যাচ্ছেন হ্যাভিয়ের ক্যাবরেরা।
বুধবার (৫ মার্চ) দুপুর ১টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বে জাতীয় ফুটবল দল। ফিরবে ১৭ মার্চ রাতে। ঢাকায় ফেরার পর ২০ মার্চ যাবে ভারতে।
আগামী ১৯ মার্চ ঢাকায় দলের সঙ্গে যোগ দিবেন এই ইংল্যান্ড প্রবাসী। আর ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম ১০ মার্চ সৌদিতে দলের অনুশীলনে যোগ দেবেন।
এশিয়ার ২৪টি দেশ ৬ গ্রুপে ভাগ হয়ে খেলবে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে। গ্রুপ চ্যাম্পিয়নরা পাবে ২০২৭ সালে সৌদিতে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট।
তৃতীয় রাউন্ডে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ ভারত, হংকং ও সিঙ্গাপুর। চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা তৈরি করতে বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ম্যাচ ভারতের বিপক্ষেই। দুই দেশের প্রথম ম্যাচ আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে, ফিরতি ম্যাচ ঢাকায় ১৮ নভেম্বর।
বাংলাদেশ দল
গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসাইন ও মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার : শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা।
মিডফিল্ডার : মো. হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরী।
ফরোয়ার্ড : ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, ইমন শাহরিয়ার, মো. ইব্রাহিম, আরিফ হোসাইন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহমিদুল ইসলাম।
আরটিভি/এসআর-টি