মুশফিকের বিদায়ী সংবর্ধনা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৮ মার্চ ২০২৫ , ০৩:১৪ পিএম


মুশফিক
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়তে হয়েছিল মুশফিকুর রহিমকে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি। তাকে এই তারকা ক্রিকেটারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিজ্ঞাপন

শনিবার (৮ মার্চ) মিরপুরে তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

মুশফিককে সংবর্ধনা দেওয়া নিয়ে তিনি বলেন, এটি একটি স্বাভাবিক ঘটনা। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন। ২০০৫ সালে ইংল্যান্ড সফর থেকে শুরু করে ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত তিনি দেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিসিবি তার অসামান্য অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে এবং আমরা পরিকল্পনা করছি তাকে যথাযথভাবে সংবর্ধনা দেওয়ার।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়সন ট্রফি দেখতে দুবাই ও পাকিস্তানের গিয়েছিলেন ফারুক আহমেদ। যেখানে সকল দেশের বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনার সুযোগ পেয়েছেন তিনি। যা ভালো সম্পর্ক তৈরি করতে সাহায্য করেছেন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

ফারুকের ভাষ্য, ৫০ ওভারের ম্যাচ প্রায় ৬-৭ ঘণ্টা দীর্ঘ হয়, যা বিভিন্ন বোর্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য দারুণ সুযোগ তৈরি করে দেয়। আমি ফাইনাল ম্যাচ না দেখেই দেশে ফিরেছি, তবে এর আগে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকগুলোতে অংশ নিয়েছি। এসব আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনার সম্পর্ক ভালো থাকবে, তখন যেকোনো কিছু সহজে পাওয়া যাবে।

চলতি বছরই পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করার কথা জানিয়েছিল বিসিবি। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, পাকিস্তান এরই মধ্যে আমাদের জানিয়েছে, তারা এফটিপির বাইরে একটি সফর করবে এবং বাংলাদেশে খেলতে আসবে। এটি বেশ ব্যস্ত সূচির মধ্যেই আয়োজন করা হতে পারে, সম্ভবত জুলাই মাসে। 

তিনি আরও বলেন, আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আমরা শুধু ত্রিদেশীয় সিরিজ নয়, বরং আন্তর্জাতিক ক্যালেন্ডারে ফাঁকা সময় থাকলে যেন যেকোনো টুর্নামেন্ট বা সিরিজে অংশ নিতে পারি, সে বিষয়েও আলোচনা করেছি।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission