গত নভম্বের ক্রোয়েশিয়াকে হারিয়ে উয়েফা নেশনস লিগের শেষ আটের টিকিট নিশ্চিত করেছিল পর্তুগাল। যেখানে প্রতিপক্ষ হিসেবে ডেনমার্ককে পেয়েছে তারা। আর এই ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ। যেখানে জায়গা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
শুক্রবার (১৪ মার্চ) ঘোষিত স্কোয়াডে ফিরেছেন গঞ্জালো রামোস। ইনজুরির কারণে পুরো গ্রুপ পর্বে বাইরে ছিলেন এই ফরোয়ার্ড। সবশেষ গত জুনে ইউরোতে জর্জিয়ার বিপক্ষে খেলেছিলেন তিনি।
এ ছাড়াও স্কোয়াডে ফিরেছেন মার্টিনেজের পরিচালনায় সবচেয়ে বেশি ব্যবহৃত খেলোয়াড় রুবেন ডায়াসও। গত নভেম্বরে ইনজুরির কারণে শেষ দুটি গ্রুপ পর্বের খেলায় অংশ নিতে পারেননি। তার সঙ্গে রয়েছেন গনসালো ইনাসিও, রুবেন নেভেস এবং ডিওগো জোটা।
তবে ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন জোয়াও ক্যানসেলো। স্ক্যান্ডিনেভিয়ানদের বিরুদ্ধে দুটি ম্যাচ মিস করবেন। তাকে সঙ্গ দিয়েছেন জুভেন্টাসের ফ্রান্সিসকো কনসেইকা।
আগামী ২০ মার্চ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। দ্বিতীয় লেগ হবে ২৩ মার্চ।
কোয়ার্টার ফাইনালের জন্য পর্তুগালের স্কোয়াড
গোলরক্ষক: ডিয়োগো কস্তা, হোসে সা, রুই সিলভা।
ডিফেন্ডার: ডালট, সেমেদো, নুনো মেন্ডেস, নুনো তাভারেস, গনসালো ইনাসিও, রুবেন ডায়াস, আন্তোনিও সিলভা, রেনাতো ভেইগা।
মিডফিল্ডার: রুবেন নেভেস, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্ডো সিলভা।
ফরোয়ার্ড: জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ট্রিনকাও, পেদ্রো নেতো, জিওভানি গুইন্দা, রাফায়েল লিও, ডিওগো জোটা, গঞ্জালো রামোস, ক্রিশ্চিয়ানো রোনালদো।
আরটিভি/এসআর