আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ রদ্রিগেজের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ১২:৫৮ পিএম


রদ্রিগেজ
ছবি: এএফপি

গত বছর কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল কলম্বিয়া। যেখানে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলেছিল তারা। তবে পেনাল্টির তিন মিনিট আগে গোল হজম করে শিরোপা খোয়াতে হয় কলম্বিয়াকে। সেই হারের ৯ মাস পার হয়ে গেছে। সম্প্রতি ফাইনাল হারের পিছনে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়াকে দায়ী করেছেন কলম্বিয়ার তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ।

বিজ্ঞাপন

২০১৪ বিশ্বকাপে ধূমকেতু হয়ে নিজেকে জানান দিয়েছিলেন। এরপর রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের হয়ে আলো ছড়ালেও নিয়মিত ছিলেন না সেই অর্থে। তবে ২০২৪ কোপা আমেরিকার হামেস যেন ফিরিয়ে এনেছিল ১০ বছর আগের সেই ক্ষুরধার পারফরম্যান্স।

ফাইনালে আর্জেন্টিনা জয়ী হলেও পাদপ্রদীপের সব আলো কেড়ে নিয়েছিলেন হামেস রদ্রিগেজ। টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড ৬টা অ্যাসিস্ট করে দলকে তুলেছিলেন ফাইনালে। সেই ফাইনালের প্রায় ৯ মাস পর স্প্যানিশ সাংবাদিক এদু আগুইয়েরের কাছে রীতিমত অভিযোগ নিয়ে হাজির হয়েছেন রদ্রিগেজ। 

বিজ্ঞাপন

তার অভিযোগ, কলম্বিয়া সেদিন চ্যাম্পিয়ন হতে পারেনি মাঠের বাইরের বিভিন্ন ইস্যুর কারণে। পাশাপাশি টুর্নামেন্ট জুড়েও আর্জেন্টিনা বেশি সুবিধা পেয়েছে বলেও জানিয়েছেন তিনি।

রদ্রিগেজের ভাষ্য, দারুণ একটা কোপা আমেরিকা কেটেছে আমাদের। ব্যক্তিগতভাবেও দারুণ টুর্নামেন্ট কেটেছে। শিরোপাটা খুব করে জিততে চেয়েছিলাম, কাছাকাছিও চলে গিয়েছিলাম কিন্তু কিছু নিয়ন্ত্রণের বাইরে থাকা ইস্যুর জন্য আমরা আমেরিকার চ্যাম্পিয়ন হতে পারলাম না।

পেনাল্টি না দেওয়ার অভিযোগ এনে তিনি বলেন, রেফারি দুটি পেনাল্টি দেননি, এর মধ্যে একটি তো আমার চোখে একেবারে পরিষ্কার ছিল। ভিএআরের রেকর্ডিং অন্য সব ম্যাচেই দেখানো হয়েছে, কিন্তু ফাইনালে দেখানো হয়নি। কিছুটা অদ্ভুত তো ছিলই সেটা।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের গ্রুপ নিয়ে এই ফুটবলার বলেন, আমরা যে পাশটাতে পড়েছি, সেদিকে ব্রাজিল, উরুগুয়ে ও আরও কঠিন দল ছিল। আর ওরা (আর্জেন্টিনা) পড়েছে দুর্বল দলগুলোর দিকটাতে। তাছাড়া আমাদের অনেক ভ্রমণও করতে হয়েছে। তবে এসব কোনো অজুহাত নয়। আমরা সেই ম্যাচে ভালো ফর্মে ছিলাম, আমরা একটি দুর্দান্ত ফাইনাল খেলেছিলাম। 

‘পেনাল্টির আগে মাত্র তিন মিনিট বাকি থাকতে তারা একটি গোল হজম করেছিল। তারা সবকিছু জিতেছে। আমি বলছি না যে তারা জয়ের যোগ্য দল ছিল না, তবে সত্য হলো কিছু বিষয় প্রভাব ফেলেছিল এবং আমাদের পিছিয়ে রেখেছিল। যা ঘটেছে, সেটাই বাস্তবতা।’  

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission