ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

যে কারণে মাদ্রিদ ওপেনে খেলবেন না আলকারাজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ০৬:১৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মাদ্রিদ ওপেনে টানা দুবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। তিনি মাদ্রিদ ওপেনের ২০২২ ও ২০২৩ সালে চ্যাম্পিয়ন হন। তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জয়ের জন্য লক্ষ্যস্থির করেছিলেন আলকারাজ। কিন্তু জানা গেলো এই স্বপ্ন আর পূরণ হচ্ছে না তার। কারণ থাইয়ের ইনজুরির কারণে শেষ পর্যন্ত টুর্নামেন্ট শুরুর আগেই মাদ্রিদ ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের তিন নম্বর এই টেনিস খেলোয়াড়। 

বিজ্ঞাপন

রোববার (২০ এপ্রিল) বার্সেলোনা ওপেনের ফাইনালে ইনজুরিতে পড়েন আলকারাজ। পরদিন মাদ্রিদে পৌঁছানোর পর আর অনুশীলনে নামতে পারেননি এই স্প্যানিশ তারকা। এই ইনজুরির কারণে ফরাসি ওপেনের শিরোপা ধরে রাখার প্রস্তুতিতেও বড় ধাক্কা খেলেন এই ২১ বছর বয়সী তারকার।    
  
এক সংবাদ সম্মেলনে কার্লোস আলকারাজ বলেন, ‘আমার পক্ষে যা করা সম্ভব ছিল আমি তার সবকিছুই করেছি। কিন্তু গত কয়েকদিনে খুব একটা উন্নতি হয়নি। মাদ্রিদে খেলার জন্য আমি অনেক চেষ্টা করেছি। কিন্তু কোনোকিছুই অনুকূলে নেই। তাই ঝুঁকি নিতে চাচ্ছি না। আমি যদি খেলতে নামি তবে পরিস্থিতি হয়তোবা আরো খারাপ হতে পারে। সিদ্ধান্ত নেয়াটা বেশ কঠিন ছিল। কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত।’

ইতালিয়ান ওপেনে না খেলার বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি আলকারাজ। তবে ফ্রেঞ্চ ওপেনের ব্যপারে আশাবাদী তিনি। এই বিষয়ে আলকারাজ বলেন, ‘অবশ্যই রোলা গ্যাঁরোতে সকলের সাথে দেখা হবে। রোমে ফেরার জন্য সম্ভাব্য সব কিছুই করার চেষ্টা করবো। আগামী কয়েক সপ্তাহ এজন্য কঠোর পরিশ্রম করতে হবে।’

বিজ্ঞাপন
আরও পড়ুন

উল্লেখ্য, ফ্রেঞ্চ ওপেনের মূল ড্র আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |