বাংলাদেশ টেনিস ফেডারেশন কর্তৃক আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের ডব্লিউ.টি.এন (ওয়ার্ল্ড টেনিস নাম্বার), যা একটি বৈশ্বিক টেনিস রেটিং সিস্টেম এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। সকল খেলোয়াড়কে একটি আন্তর্জাতিক রেটিং সিস্টেমে সম্পৃক্ত করবে। ফলে আরও বেশি লোককে টেনিস খেলতে সাহায্য করবে।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের ডেভলপমেন্ট অফিসার (সাউথ, সাউথ ইস্ট ও ইস্ট এশিয়া) জনাব জনাথন স্টাবস, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব ইশতিয়াক আহমেদ (কারেন), নির্বাহী সদস্য বেগম হোসনে আরা রিনা, বিটিএফ টুর্নামেন্ট উপ-কমিটির আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম সরকার (সোহেল), ট্রেনিং, ডেভলপমেন্ট ও সিলেকশন উপ-কমিটির আহ্বায়ক জনাব জায়েন ওমর, টুর্নামেন্ট উপ-কমিটির সদস্য জনাব আরিফুজ্জামান চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সংবাদ সম্মেলনে জনাব জনাথন স্টাবস উল্লেখ করেন যে, এটি বাংলাদেশে খেলোয়াড়দের সংখ্যা বৃদ্ধি করতে ও খেলোয়াড়দের আরও বেশী খেলায় উৎসাহী করবে। বিটিএফ সাধারণ সম্পাদক জনাব ইশতিয়াক আহমেদ উল্লেখ করেন যে, আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের ডিজিটালাইজেশন গ্রান্ট এর মাধ্যমে এই সফটওয়ারটি প্রথম বছর ফ্রি ব্যবহার করা যাবে। পরবর্তী বছর চলমান রাখতে নির্ধারিত হারে ফি প্রদান করতে হবে।
আরটিভি/এসকে