বাংলাদেশকে বড় সুখবর দিলো আইসিসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৪ মে ২০২৫ , ০৬:২৯ পিএম


বাংলাদেশকে বড় সুখবর দিলো আইসিসি
বিসিবি। ছবি: সংগৃহীত

ওয়ানডে ফরম্যাট সবচেয়ে পছন্দের হলেও টানা ব্যর্থতার কারণে র‌্যাঙ্কিংয়ের তলানিতে নেমে গেছে বাংলাদেশ পুরুষ দল। তবে গত কয়েক সিরিজে আলো ছড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করে সাতে উঠে এসেছে জ্যোতি-নাহিদারা।
 
বুধবার (১৪ মে) আইসিসির প্রকাশিত নারীদের বার্ষিক হালনাগাদ থেকে এই তথ্য উঠে এসেছে। যেখানে আট নম্বর থেকে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা। এতে পাকিস্তানকে টপকে গেছে তারা।

বিজ্ঞাপন

বর্তমানে বাংলাদেশের মেয়েদের পয়েন্ট ৭৯ আর পাকিস্তানের ৭৮। ওয়ানডের হালনাগাদে ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পারফরম্যান্সকে ৫০ ভাগ ও পরের বছরের (২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত) পারফরম্যান্সকে শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে।

আরও পড়ুন

৫০ ভাগ বিবেচনার ওই সময়টায় ১৭ ওয়ানডে খেলে কেবল তিনটিতে জিততে পারে বাংলাদেশ। ৯টিতে পায় হারের তেতো স্বাদ। তিনটিতে কোনো ফল আসেনি। আর টাই হওয়া দুই ম্যাচের একটিতে সুপার ওভার হয়, যেখানে ভারতকে হারায় বাংলাদেশ।

আর শতভাগ বিবেচনায় নেওয়ার সময়টা অবশ্য ভালো কেটেছে বাংলাদেশের। গত এক বছরে ১১ ওয়ানডে খেলে সাতটিতে জয়ের স্বাদ পেয়েছে টাইগ্রেসরা। বাকি চারটিতে পেয়েছে পরাজয়ের তিতো স্বাদ। 

বিজ্ঞাপন

এদিকে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সমীকরণ মেলাতে না পারায় বাছাইপর্বের বাঁধা পেরিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে টাইগ্রেসরা। 

বিজ্ঞাপন

আরটিভি/এসআর-টি

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission