রাজশাহী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৩৪ রানে পরাজিত করে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। ব্যাটিং বিপর্যয়ের পরও মাহফুজুর রহমান রাব্বি এবং রাকিবুল হাসানের লড়াইয়ে পুঁজি পায় টাইগাররা। পরবর্তীতে বোলারদের প্রচেষ্টায় জয় তুলে নেয় বাংলাদেশ।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক। তবে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ওপেনার রিজওয়ান রানের খাতা খোলার আগেই আউট হয়ে সাজঘরে চলে আসেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। রাকিবুল ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং রাব্বি থামেন ব্যাক্তিগত ৫৮ রানে। তাদের এই জুটির ওপর ভর করে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ২২৫ রান করে।
২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার হয়ে তায়ান ভ্যান ভুরেন সর্বোচ্চ ৪০ রান করেন। দলের হার এড়াতে পারেননি। শেষ পর্যন্ত ১৯১ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ফলে ৩৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ইমার্জিং দল এবং নিশ্চিত করে সিরিজ জয়।
বল হাতেও আলো ছড়ান রাকিবুল হাসান। একাই তুলে নেন প্রতিপক্ষের চার উইকেট। মাহফুজুর রহমান রাব্বি এবং ওয়াসি সিদ্দিকী দুজনে দুটি করে উইকেট শিকার করেন।
আরটিভি/এসকে/এআর