আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার ফাইনালে রাজশাহী ও সাতক্ষীরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৮ মে ২০২৫ , ০৯:০৪ পিএম


আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার ফাইনালে রাজশাহী ও সাতক্ষীরা
ছবি: সংগৃহীত

আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে রাজশাহী জেলা ও সাতক্ষীরা জেলা। সেমিফাইনালে রাজশাহী ৩-০ সেটে হারিয়েছে যশোরকে। অন্যদিকে সাতক্ষীরা একই ব্যবধানে হারিয়েছে চট্টগ্রামকে। 

বিজ্ঞাপন

রোববার (১৮ মে) বিকেলে ২৫-০৯, ২৫-১৩ ও ২৫-১৭ পয়েন্টে ম্যাচ জিতে নেয় রাজশাহী। অপর সেমিফাইনালে চট্টগ্রাম দ্বিতীয় সেটে কিছুটা ধাক্কা দিয়েছিল সাতক্ষীরাকে। বাকি দুই সেটে সহজেই জয় পায় সাতক্ষীরা। ২৫-১৪, ২৫-২২ ও  ২৫-১৫ পয়েন্টে চট্টগ্রামকে হারিয়ে সাতক্ষীরা ফাইনালে জায়গা করে নেয়। 

১২টি জেলা দল নিয়ে গতকাল শুরু হয় আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। মেয়েদের ভলিবলের উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে ভলিবল ফেডারেশন। 

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু জানিয়েছেন, আমরা মেয়েদের নিয়ে কাজ শুরু করেছি যা অবহেলিত ছিল এতদিন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য চেষ্টা করে যাচ্ছি। জোনাল পর্যায়ে এই খেলাটা হয়েছে। আমরা এখানে চূড়ান্ত পর্ব শুরু করলাম। আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের আনাচে কানাচে যেসব মেয়েরা খেলাধূলা করে তাদের খুঁজে বের করা। এখনই যে তারা জাতীয় দলে চান্স পাবে সেটা আমি বলছি না। 

তিনি বলেন, প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে তাদের আমরা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবো। আমাদের আশা থাকবে তারা যেন দুই বছর বা তিন বছর পর সেই লেভেলে পৌঁছাতে পারে। সেই ক্ষেত্রটা আমাদের তৈরি করতে হবে। সিলেকশনের জন্য প্লেয়ার বাছাই কমিটির একটা কমিটি করে দিয়েছি। তারা প্রতিনিয়ত খেলা দেখছে। যারা প্রতিভাবান তাদের বাছাই করছে।

93af137f-a062-42cb-a07c-b21d948ac74e

বিজ্ঞাপন

মহিলা ভলিবল উপকমিটির সম্পাদক আমিরুল হোসেন আপন জানিয়েছেন, দীর্ঘদিন থেকে আমাদের মেয়েদের ভলিবল পিছিয়ে ছিল। যখন থেকে আমাদের অ্যাডহক কমিটি গঠন হয়েছে তখন থেকে আমারা চেষ্টা করছি কিভাবে মেয়েদের স্কুল পর্যায় থেকে নিয়ে এসে নতুনদের এবং পুরোনো যারা আছে তাদের নিয়ে সবাই মিলে বাংলাদেশের ভলিবলকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এখানে যারা খেলছে বেশির ভাগই স্কুল থেকে এসেছে। আর নতুন অনেক মেয়ে এসেছে। তাদের মধ্য থেকে আমরা বাছাইপর্বটা সম্পন্ন করছি। এরপর আমাদের ন্যাশনাল শুরু হবে আগামী মাসে। সেখানে আবার আরেকটা বাছাইপর্ব হবে। সব মিলে ৩০ জনের মূল জাতীয় দল নিয়ে তিন মাসের অনুশীলন হবে। এরপর সেপ্টেম্বরে আমাদের দলটা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে মালদ্বীপ যাবে।

আগামীকাল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে রাজশাহী ও সাতক্ষীরা। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে তিনটায়।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission