পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। রাতে তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে টাইগাররা। এই সিরিজ শেষ হলেও আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল।
এর মধ্যেই বাংলাদেশ সফরের প্রাথমিক সূচিও চূড়ান্ত হয়েছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৮ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) বাইরের আসন্ন সফরটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
বিসিবি এখনও কিছু না জানালেও এই তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো। তাদের খবর অনুযায়ী, তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
উল্লেখ্য, চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে বিসিবি ও পিসিবির শীর্ষ পর্যায়ের বৈঠকে এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রীলঙ্কা সফর শেষ করেই পাকিস্তানের বিপক্ষে খেলবে শান্ত-মিরাজরা।
আরটিভি/এসআর-টি