রোজকার ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে। আপনার আকর্ষণ নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলাতেই বেশি। কোথায় কি খেলা আছে সেই খোঁজাখুঁজি থেকে আপনার বিশ্রাম এবার। দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
যদি টিভিতে অন্য কিছু নাও দেখেন, তাও খেলা দেখা আর মিস হবে না। সকাল থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে শুরু হয়েছে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ।
পাশাপাশি ফুটবল মাঠে রাতে নামছে ইংলিশ প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ। কোপা ইতালিয়ার সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে এসি মিলান-লাৎসিও। এক নজরে দেখে নিবো আজকের খেলা কোন স্যাটেলাইট চ্যনেলে দেখাবে।
ক্রিকেট
বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম টেস্ট, প্রথম দিন
সরাসরি, সকাল ৯-৩০ মিনিট, গাজী টিভি ও মাছরাঙা, স্টার স্পোর্টস সিলেক্ট টু
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
তৃতীয় স্থান নির্ধারণী
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
সরাসরি, রাত সাড়ে ৩টা, স্টার স্পোর্টস ২
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
পঞ্চম স্থান নির্ধারণী
আফগানিস্তান-পাকিস্তান
সরাসরি, আগামীকাল রাত সাড়ে ৩টা, স্টার স্পোর্টস ২
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
টটেনহাম-ম্যানচেস্টার ইউনাইটেড
সরাসরি, রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান
চেলসি-বোর্নমাউথ
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট টু
ম্যান সিটি-ওয়েস্ট ব্রম
সরাসরি, রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২ ও সিলেক্ট এইচডি ২
কোপা ইতালিয়া: সেমিফাইনাল
এসি মিলান-লাৎসিও
সরাসরি, রাত পৌণে ২টা, নিও প্রাইম ও নিও স্পোর্টস)
বাস্কেটবল
এনবিএ রেগুলার সেশন
সরাসরি, সকাল ৭টা, সনি সিক্স
এএ