গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। কিন্তু সেঞ্চুরি ছুঁয়ে ফেলেও লিটন দাস ফিরলেন ৯০ রানে, আর মুশফিকুর রহিম থামলেন ১৬৩ রানে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪২ ওভার ৬ উইকেটে ৪৫৯ রান।
শান্তর বিদায়ের পর মুশফিক-লিটন জুটি বাংলাদেশকে বড় রানে পৌঁছাতে সাহায্য করছিল। তবে মুশফিককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন আসিথা ফার্নান্দো। রিভিউতে দেখা যায়, বল লেগ স্টাম্পে আঘাত হানত, ফলে ‘আম্পায়ার্স কল’ অনুযায়ী আউট হন মুশফিক। তার ৩৫০ বলের ইনিংসে ছিল ৯টি চার।
এর ঠিক ৭ বল পরই লিটনও ফেরেন। রত্নায়েকের বলে রিভার্স সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে ক্যাচ দেন উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে। ১২৩ বলে ৯০ রানের ইনিংসে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও তা পূরণ হলো না লিটনের।
এর আগে শান্ত ফিরেছেন ১৪৮ রানে। আগের দিন ১৩৬ রানে অপরাজিত থেকে এদিন মাত্র ১২ রান যোগ করেই ফিরেছেন মিড অনে ক্যাচ দিয়ে। এক সময় ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও, মুশফিক-শান্তর ২৬৪ ও মুশফিক-লিটনের জুটি বাংলাদেশকে শক্ত ভিত গড়ে দেয়।
আরটিভি/এসকে