ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

নিশাঙ্কার সেঞ্চুরি, চান্দিমালের ফিফটিতে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০৩:৫০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গল টেস্টের তৃতীয় দিনটা বাংলাদেশ দলের জন্য হতাশায় ভরা। লাঞ্চের আগেই তাইজুল ইসলামের বলে লাহিরু উদারাকে ফিরিয়ে দ্রুত উইকেট পেলেও এরপর আর কিছুই আসেনি বাংলাদেশের পক্ষে। দুর্দান্ত ব্যাটিংয়ে দলের হাল ধরেন ওপেনার পাতুম নিশাঙ্কা ও অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্দিমাল।

বিজ্ঞাপন

নিশাঙ্কা তুলে নিয়েছেন তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক। ১৭৯ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১২৬ রানে অপরাজিত রয়েছেন তিনি। অন্যদিকে, চান্দিমাল ১১৯ বলে ৫৪ রান করে আউট হন নাঈম হাসানের বলে লেগ স্লিপে সাদমান ইসলামের হাতে ক্যাচ দিয়ে।

এই দুই ব্যাটার দ্বিতীয় উইকেটে গড়েছেন ১৫৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। বাংলাদেশের বোলাররা চাপে পড়েন শুরু থেকেই, কোনো রকম কার্যকর চাপ তৈরি করতে পারেননি।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখার সময় (৬০ ওভার শেষে), শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ২৩৩ রান। এখনো তারা বাংলাদেশের প্রথম ইনিংস স্কোর ৪৯৫ থেকে পিছিয়ে ২৬২ রানে। ক্রিজে এখন নিশাঙ্কার সঙ্গী অ্যাঞ্জেলো ম্যাথিউস (২১ রান)।

আরও পড়ুন

শ্রীলঙ্কা ইনিংস বড় করার পথে থাকলেও বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ বোলিং আক্রমণে নতুন ধার আনা এবং দ্রুত ব্রেকথ্রু পাওয়া। ম্যাচের ভারসাম্য এখন লঙ্কানদের দিকেই ঝুঁকে যাচ্ছে।

বিজ্ঞাপন

 
আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |