ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আল হিলালের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তবে জ্বরের কারণে এই ম্যাচে খেলতে পারেননি অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। এবার তাকে বড় দুঃসংবাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এমবাপ্পে।
বৃহস্পতিবার (১৯ জুন) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তার সুস্থতা নিয়ে বাড়তি নজর রাখছে মেডিকেল টিম।
বিবৃতিতে রিয়াল ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অ্যাকুইট গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত হয়ে। হাসপাতালে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে।
অ্যাকুইট গ্যাস্ট্রোএন্টেরাইটিস মূলত পেটের ফ্লু নামে পরিচিত। এটি ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়ে থাকে। এই রোগে আক্রান্ত হলে সাধারণত ডায়রিয়া, বমি, পেটব্যথা এবং জ্বরের মতো উপসর্গ দেখা দেয়।
এদিকে প্রথম ম্যাচে সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে লস ব্লাঙ্কোসদের। রিয়ালের পরবর্তী ম্যাচ মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে। তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমবাপ্পে সুস্থ হয়ে উঠবেন কি না তাই এখন দেখার বিষয়।
আরটিভি/এসআর -টি