মুসিয়ালাকে নিয়ে বড় দুঃসংবাদ, তোপের মুখে দোন্নারুমা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ০৪:৩৪ পিএম


মুসিয়ালাকে নিয়ে বড় দুঃসংবাদ, তোপের মুখে দোন্নারুমা
ছবি: এএফপি

ক্লাব বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ। আর এই ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে এপ্রিলের পর মাঠে ফিরেছিলেন জামাল মুসিয়ালা। কিন্তু এই ম্যাচই কাল হয়ে দাঁড়াল এই জার্মান মিডফিল্ডারের জন্য। ক্যারিয়ারের সবচেয়ে ভয়ঙ্কর চোটে পড়েছেন তিনি।

বিজ্ঞাপন

ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে পিএসজির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার সঙ্গে সংঘর্ষে বাঁ পায়ের অ্যাঙ্কেলে মারাত্মক চোট পান জার্মান মুসিয়ালা। তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। মিউনিখে ফেরার পর পায়ে সার্জারি হতে পারে জামালের। 

জার্মানির নিউজ আউটলেট ‘বিল্ড’ জানিয়েছে, মুসিয়ালার পায়ের বেশ কয়েকটি লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি চার–পাঁচ মাস মাঠের বাইরে থাকতে পারেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানির মতে–যদি আমি শুধু তার ওই সময়ের ছবি দেখি, এটি অ্যাঙ্কলের চোট মনে হয়। তবে আমি এখনই মূল সমস্যাটা বলতে পারব না।

বিজ্ঞাপন

সুতরাং নতুন মৌসুম শুরুর আগে দলের একজন তারকা ফুটবলারকে হারাচ্ছে জার্মান ক্লাবটি। সদ্য সমাপ্ত মৌসুমে বায়ার্নের হয়ে ১১টি ম্যাচ মিস করেছেন জামাল মুসিয়ালা। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে তিনি ২৯ গোলে (২১ গোল ও আট অ্যাসিস্ট) অবদান রেখেছেন। নিঃসন্দেহে বাভারিয়ানদের সবচেয়ে কার্যকরী তারকাদের একজন এই জার্মান তারকা।

বিজ্ঞাপন

AFP__20250705__64VU7KY__v1__HighRes__FblWcClub2025Match59PsgBayern

তার এই ভয়ঙ্কর ইনজুরিতে অনেকেই দায় দেখছেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার। প্যারিসিয়ানদের বক্সে সতীর্থের বাড়ানো বল দ্রুতগতিতে নিতে যাচ্ছিলেন তিনি, এই সময় একপাশ থেকে স্লাইড দিয়ে এসে বলের জন্য ঝাঁপিয়ে পড়েন পিএসজি গোলরক্ষক। তার গায়ে পা আটকে ছিটকে পড়েন জামাল, পরমুহূর্তেই দেখা যায় তার বাঁ পায়ের অ্যাঙ্কল ভয়াবহভাবে বাঁকা হয়ে গেছে। 

সেই দৃশ্য সহ্য হয়নি বায়ার্ন ও পিএসজি ফুটবলারদেরও। ব্যথায় কাতরানো এই তারকার পাশে দাঁড়িয়ে কেউ জার্সিতে মুখ ঢাকছেন, কেউবা শোকার্ত মুখ নিয়ে প্রতিক্রিয়া দেখান। মুসিয়ালার ভয়াবহ এই চোটের কারণে দোন্নারুমার বড় দায় দেখছেন বায়ার্নের কোচ–খেলোয়াড়রা। 

musiala-injury-cwc25-2-20250706145920

তার ওপর ক্ষোভ দেখিয়ে গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার বলেন, যে পরিস্থিতি ছিল (দোন্নারুমা) ওভাবে চ্যালেঞ্জ না করলেও পারত। এটি খুবই ঝুঁকিপূর্ণ, সে প্রতিপক্ষের একজনকে ইনজুরিতে ফেলার ঝুঁকি নিয়েছে।

তিনি আরও বলেন, আমি তার (দোন্নারুমা) কাছে গিয়ে বলেছি। তোমার আমাদের প্লেয়ারের কাছে যেতে ইচ্ছে হয়নি? সেখানে গিয়ে তার সুস্থতা কামনা করা উচিৎ। যদিও পরে সে সেটা করেছে। খেলায় এসব আচরণ গুরুত্বপূর্ণ…আমিও হয়তো অন্যভাবে প্রতিক্রিয়া দেখাতে পারতাম।

দোন্নারুমাও পরবর্তীতে মুসিয়ালার একটি ছবি নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে দিয়ে লিখেছেন, তোমার জন্য আমার পুরো প্রার্থনা ও শুভকামনা। তারপরও জার্মান সমর্থকদের তোপের মুখে পড়েছেন তিনি।

আরটিভি/এসআর -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission