এশিয়ান কাপের টিকিট পেয়েছে বাংলাদেশসহ যেসব দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ০৭:৩২ পিএম


এশিয়ান কাপের টিকিট পেয়েছে বাংলাদেশসহ যেসব দল
ছবি: সংগৃহীত

২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের মূল। যেখানে অংশ নেওয়ার টিকিট পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এই টুর্নামেন্টটি ২০২৭ সালের নারী বিশ্বকাপ ও ২০২৮ অলিম্পিকের বাছাইপর্ব হিসেবেও কাজ করবে। ফলে বাংলাদেশের মেয়েদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

টানা তিন ম্যাচ জিতে এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাহরাইনকে ৭-০, স্বাগতিক মিয়ানমারকে ২-১ এবং তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে শীর্ষে থেকেই মূল পর্বে জায়গা করে নিয়েছে মেয়েরা। 

এই টুর্নামেন্টে অংশ নিবে মোট ১২টি দল। যেখানে আয়োজক হিসেবে খেলবে অস্ট্রেলিয়া, র‍্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ১৫ নম্বরে। এ ছাড়া ২০২২ এশিয়ান কাপের শীর্ষ তিন দল হিসেবে বাছাইপর্বে না খেলেই জায়গা করে নিয়েছে চীন (১৭), দক্ষিণ কোরিয়া (২১), এবং জাপানও (৭)। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

বাকি আটটি দল বাছাইপর্ব পেরিয়ে আসবে। যার মধ্যে কেবল এ গ্রুপের খেলা বাকি রয়েছে। 

বিজ্ঞাপন

বাছাইপর্বে ‘বি’ গ্রুপে ৪ ম্যাচের ৪টিতে জিতে এশিয়ান কাপের টিকিট পেয়েছে ভারত। গ্রুপ ‘ডি’–তে সব ম্যাচ জিতে শীর্ষে থেকে এশিয়ান কাপে যাওয়া চীনা তাইপের অবস্থান র‍্যাঙ্কিংয়ে ৪২। ৩৭ নম্বরে থাকা ভিয়েতনাম গ্রুপ ‘ই’ থেকে পেয়েছে শতভাগ সাফল্য।

বিজ্ঞাপন

গ্রুপ ‘এফ’–এ বাজিমাত করেছে উজবেকিস্তান। নেপালকে টাইব্রেকারে ৪–২ গোলে হারিয়ে এশিয়ান কাপের টিকিট পেয়েছে ৫১তম র‍্যাঙ্কিংধারী উজবেকিস্তান। আর সর্বশেষ গ্রুপ ‘এইচ’ থেকে শতভাগ সাফল্য নিয়ে এশিয়ান কাপের টিকিট পেয়েছে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়া।

এই ১১ দল ছাড়া এশিয়ান কাপের টিকিট পাবে আরও একটি দল। গ্রুপ ‘এ’তে থাকা সেই দলগুলোর খেলা এখনো মাঠে গড়ায়নি। আগামীকাল ভুটান–সিঙ্গাপুর ম্যাচ দিয়ে শুরু হবে এই গ্রুপ পর্বের লড়াই, শেষ হবে ১৯ জুলাই। এই গ্রুপের অন্য তিন দল হলো ইরান, জর্দান ও লেবানন।  

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission