আইসিসির প্রথম নারী পরিচালক ইন্দ্রা নুয়ি
পেপসিকো’র চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইন্দ্রা নুয়িকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ডের প্রথম স্বাধীন নারী পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
শুক্রবার এক সভার সবার সম্মতিতে তাকে দুই বছরের জন্য এই পদে নিয়োগ দেয়া হয়। এই বছরের জুনে যোগ দেবেন তিনি।
গত বছর আইসিসি তাদের পরিচালনা পর্ষদে ব্যাপক পরিবর্তনের একটি তালিকা অনুমোদন করে। এতে বোর্ডের সদস্য সংখ্যা বাড়িয়ে ১৭ করা হয়।
যাদের মধ্যে ১২ জন পূর্ণ সদস্য, তিনজন সহযোগী, আইসিসি চেয়ারম্যান এবং একজন স্বাধীন পরিচালক থাকবেন যিনি অবশ্যই নারী হবেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: একটি শূন্য ভুলে চলে এলো ১৫ হাজার ডিম
--------------------------------------------------------
আইসিসির প্রথম স্বাধীন নারী পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে নুয়ি বলেন, আমি ক্রিকেট খেলা ভালোবাসি। কলেজে পড়ার সময় ক্রিকেট খেলতাম। এখনও খেলাটি থেকে পাওয়া টিমওয়ার্ক, সততা, শ্রদ্ধা ও সুস্থ প্রতিযোগিতার শিক্ষা লালন করছি।
তিনি বলেন, আইসিসির এই পদে প্রথম নারী হিসেবে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। সারাবিশ্বে খেলাটিকে আরও ছড়িয়ে দেয়ার জন্য বোর্ডে আমার সহকর্মী, আইসিসি’র সহযোগী এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আমরা চাই আমাদের ভক্তরা প্রতিটি বল ও শট অনুসরণ করুক।
আরও পড়ুন:
কে/পি
মন্তব্য করুন