• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

লঙ্কানদের দ্রুতই ফেরানোর লক্ষ্য টাইগারদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৪৯

ঢাকা টেস্টে ব্যাকফুডে চলে গেছে বাংলাদেশ। খেলার দ্বিতীয় দিন শেষে পিছিয়ে পড়ে ম্যাচ অনেকটা কঠিন হয়ে এসেছে টাইগারদের জন্য। ইতোমধ্যে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৩১২ রানে লিড নিয়েছে। এখনো তাদের হাতে রয়েছে দুই উইকেট। আজ ম্যাচের তৃতীয় দিন। তাই টাইগারদের প্রথম লক্ষ্য যত দ্রুতই তাদের ফেরত পাঠানো যায়।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করে ২২২ রান। অন্যদিকে বাংলাদেশ অলআউট হয় মাত্র ১১০ রানে। তাই প্রশ্ন দ্বিতীয় ইনিংসে ৩০০ প্লাস তাড়া করে জিততে পারবে তো বাংলাদেশ? অন্তত প্রথম দুই দিনের উইকেটের আচরণ দেখে অনুমান করা যাচ্ছে, এই উইকেটে ৩০০ প্লাস করাটা বাংলাদেশের জন্য সহজ ব্যাপার হবে না। কিন্তু তারপরও জয় পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ।
--------------------------------------------------------
আরও পড়ুন: মেসির কারণে বার্সাকে এগিয়ে রাখলেন হ্যাজার্ড
--------------------------------------------------------

গতকাল ম্যাচ শেষে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কণ্ঠে এমনটাই শোনা গেল। তার মতে, দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি ভালো করতে পারে তাহলে জয় পাওয়া সম্ভব।

মিরাজকে অনুপ্রেরণা দিচ্ছে শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারানো। তিনি আশা করেন, কলম্বো ফিরে আসবে মিরপুরে। তার কথা বাস্তবায়ন করতে গেলে টাইগারদের কঠিন পরীক্ষা দিতে হবে। এজন্য শ্রীলঙ্কার ইনিংস যেন আর লম্বা না হয় সে ব্যাপারে টাইগারদের লক্ষ্য রাখতে হবে। এরপর ব্যাট হাতে ভালো করতে হবে টপ অর্ডারের ব্যাটসম্যানদের।

এদিকে ম্যাচের দ্বিতীয় দিনের ৮ উইকেটে ২০০ রান নিয়ে আজ আবার ব্যাটিংয়ে নামছে শ্রীলঙ্কা দল। শ্রীলঙ্কা চাইবে টেনেটুনে স্কোরটা লম্বা করতে। অন্যদিকে বাংলাদেশ চাইবে দিনের শুরুতেই তাদের দুটি উইকেট তুলে নিতে।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে চায় বিশ্বব্যাংক
ভালো শুরুর পর হতাশা নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস
চলতি বছর দেশের জার্সিতে মাঠে নামা হচ্ছে না মুশফিকের