• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সেরা তিনে থেকে বাংলাদেশের বছর পার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ ডিসেম্বর ২০১৮, ১৩:০৩

যদি বলা হয় বাংলাদেশ ক্রিকেটের সেরা ফরম্যাট কোনটা তবে এক বাক্যে বলা হবে ওয়ানডে ক্রিকেট। টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশকে অনেক সময় নিজেদের হারিয়ে খুঁজতে দেখা যায় অন্যদিকে সেই দলটিই ওয়ানডেতে প্রায় অপ্রতিরোধ্য।

৫০ ওভারের ফরম্যাটে টাইগারদের যদি উত্থানের বছর ধরা হয় তবে সেটি ২০১৫ সাল। সেবছরটা শুরু হয়েছিল জিম্বাবুয়েকে দিয়ে। এরপর অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য পায় কোয়ার্টার ফাইনাল খেলে। বিশ্বকাপের পরে একে একে দেশে এনে সিরিজ হারায় পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। মাঝে ২০১৬-২০১৭ টা মোটামুটি গেলেও ২০১৮ তে আবারো বাংলাদেশ ক্রিকেটের জয়জয়কার।

চলতি বছরে ২০টি ওয়ানডে খেলেছে টাইগাররা। যার মধ্যে ১৩টিতেই এসেছে জয়। এই জয়গুলো ছিল জিম্বাবুয়ে (৫), ওয়েস্ট ইন্ডিজ (৪), শ্রীলঙ্কা (২), আফগানিস্তান (১), এবং পাকিস্তানের (১) বিপক্ষে। জয়ের গড়ে বাংলাদেশ রয়েছে বছরের সেরা তিনে। ৬৫ শতাংশ জয়ের গড় নিয়ে দারুণ ভাবেই বছরটা শেষ করল মাশরাফি বিন মুর্তজার দল।

জয়ের গড়ে বছরে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ২৪ ম্যাচে ১৭ জয়ে তাদের গড় ৭৩.৯১ শতাংশ। দ্বিতীয়তে থাকা ভারতের গড় ৭০ শতাংশ। জয় রয়েছে ২০ ম্যাচের ১৪টিতে। বাংলাদেশের পরেই রয়েছে এশিয়ান ক্রিকেটের উদীয়মান শক্তি আফগানিস্তান। ১২ জয়ে তাদের গড় ৬০ শতাংশ।

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়ী পাকিস্তান অবস্থান এবছরে সবচেয়ে নাজুক। মাত্র ৮ জয়ে ৪৪.৪৪ শতাংশ নিয়ে তারা রয়েছে সবার নিচে। জয়ের বিচারে লাল-সবুজদের অবস্থান তিনে হলেও বছরটা শেষ করেছে র‌্যাংকিংয়ের সপ্তমে থেকে।

এস/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ কামিন্স
টিভিতে আজকের খেলা
X
Fresh