আটলান্টা বাঁধা এবারও পার করতে পারলো না জুভেন্টাস। কিছুদিন আগে সিরি আ এর ম্যাচে ড্র করার পর এবার কোপা ইতালিয়া কাপের ট্রফিটাই খুইয়ে ফেলতে হলো ৩-০ গোলের ব্যবধানে হেরে।
বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে প্রথম থেকেই ছন্নছাড়া ছিল জুভেন্টাসের আক্রমণ ভাগ। এলোমেলো খেলেছেন দলের প্রধান অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনালদোও। সেই সুযোগে ম্যাচের ৩৭ মিনিটে প্রথম গোলটি করেন আটলান্টার বেলজিয়ান ডিফেন্ডার তিমথি কাসটাগনে।
ব্যবধান দিগুণ করতে দলটি সময় নেয় মাত্র দুই মিনিট। ৩৯ মিনিটেই দলের দ্বিতীয় ও নিজের প্রথম গোলটি করেন কলোম্বিয়ান ফরোয়ার্ড দুভান যাপাতা। স্কোরলাইন ২-০ তে নিয়ে বিরতিতে যায় দু'দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ওল্ড লেডিরা। তবে সঠিক সমন্বয়ের অভাবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি সিরি আর শীর্ষ ক্লাবটি।
উল্টো শেষের দিকে আরও একটি গোল খেয়ে বসে মাসিমিলানো আলেগ্রির শিষ্যরা। ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন যাপাতা।
এই ম্যাচে হেরে কোপা ইতালিয়ার শিরোপা থেকে ছিটকে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এস/ডি