• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘মেসি দলের জন্য ক্ষতিকর’

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ মার্চ ২০২০, ১৭:২৪
MESSI
ছবি- সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় শনিবার মাঠে নামছে বার্সেলোনা। রাত সাড়ে এগারটায় রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি। গেল সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-০তে হারতে হয়েছে কাতালানদের। এরপরই সমালোচনার কেন্দ্রবিন্দুতে দলটির সবচেয়ে বড় তারকা মেসি।

আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন লিগে ২৬ মৌসুমে খেলেছেন হুগো গাট্টি। বোকা জুনিয়র্স, রিভার প্লেটসহ মোট ৫টি দলের গোল পোস্ট সামলিয়েছেন। ১১ বছর জুড়ে বিভিন্ন সময় জাতীয় দলের হয়েও খেলেছেন। কিংবদন্তি এই গোলরক্ষকের মতে লিওনেল মেসি বর্তমানে তার দলের জন্য ক্ষতিকর।

সম্প্রতি এক সাক্ষাতকারে হুগো গাট্টি বলেন, ‘আমাকে নিয়ে যদি আর্জেন্টিনায় সমালোচনা হয়, সেটার ধার ধারি না। আমি আর্জেন্টাইন। এটা সত্যি একসময় মেসি অসাধারণ ছিলেন। তবে এখন নন।’

১৯৬২ সালে অভিষেকের পর ১৯৮৮ সালে পেশাদারী ফুটবলকে বিদায় জানানো হুগো গাট্টির মতে মূলত বার্সেলোনাই মেসির বর্তমান অবস্থার জন্য দায়ী।

‘তারা মেসিকে নিয়ে ভুল ভাবনায় রয়েছে। দিনের পর দিন মেসির ওপর নির্ভর করে তাকে আরও বড় করেছে। মাঠে হাঁটতে হাঁটতে সেটি অভ্যাসে পরিণত হয়েছে। এখানে তাকে আরও ভালো করতে হবে।’

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৮ ম্যাচ খেলা এই গোলরক্ষক বলেন, ‘রোনালদো আর মেসি এখন বিশ্বসেরা। মেসির উচিৎ আরও ভালো করা। বেশির ভাগ সময় তাকে ক্লান্ত দেখায়।’

এখনই সময় পরিবর্তনের তাই মেসিকে সর্তক করেছেন হুগো গাট্টি। তিনি বলেন, ‘সাবধান হও বালক, তোমাকে ভালো করতেই হবে।’

মেসি দলের জন্য ক্ষতিকর আর এই নিয়ে গাট্টির যুক্তি হচ্ছে, সতীর্থরা তার ওপর নির্ভর করে। এই কারণে দলের উন্নতি হচ্ছে না।

‘মেসি হচ্ছেন ম্যারাডোনা বা পেলের মতো। দলের অন্য সদস্যরা তাকেই বল দেয়। জয়ের জন্য তার দিকে তাকিয়ে থাকে সবাই। এই কারণেই তিনি দলের ক্ষতি করছেন। এমন খেলোয়াড়দের ওপর নির্ভর করার কারণেই বল তাদের পায়ে বেশি দেয়া হয়।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
মেসি গোল পেলেও জেতেনি ইন্টার মায়ামি
X
Fresh