• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কষ্ট হলেও বাসায় থাকুন: রোমান সানা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ মার্চ ২০২০, ১০:০০
roman sana
ছবি-সংগৃহীত

পুরো বিশ্ব এখন করোনারভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। এমন পরিস্থিতিতে সচেতন হওয়া ছাড়া আপাতত কিছুই করার নেই সাধারণ মানুষের। পরিচ্ছন্নতাই এই ভাইরাসকে রুখে দিতে পারে এমনটাই মনে করেন দেশসেরা আর্চার রোমান সানা। এক ভিডিও বার্তায় করোনার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে আহ্বান জানিয়েছেন এই তারকা।

বিশ্ব আর্চারির ফেসবুকে পোস্ট করা ভিডিওতে রোমান সানা বলেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে এসেছি সেটা হচ্ছে করোনাভাইরাস। আমাদের দেশে যে পরিস্থিতি বিরাজ করছে তা আমরা সকলেই জানি। এ বিষয়ে আমরা যারা সচেতন না, তারা একটু সচেতন হলেই আমরা বিষয়টিকে রুখতে পারবো এবং সেটা থেকে আমরা বেঁচে থাকতে পারবো।’

বর্তমান বিশ্বের সেরা আর্চারদের মধ্যে অন্যতম হচ্ছেন রোমান সানা। খুলনায় জন্ম নেয়া এই অ্যাথলেট বাংলাদেশ আনসারের হয়ে খেলে আসছেন। জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকের অধীনে দেশকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন তিনি।

রোমান সানা করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য কয়েকটি পরামর্শ দিয়েছেন।