• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মেসিদের পক্ষ নিয়ে সুর বদলালো বার্সা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ মার্চ ২০২০, ১৫:০৩
bercelona

মাঠে নেই ফুটবল, তাই গ্যালারিও শূন্য। করোনার প্রভাবে বিশ্বের বড় বড় সব ফুটবল দলগুলো আর্থিক সঙ্কটের মুখে। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছিল এমন পরিস্থিতিতে ক্লাবের খেলোয়াড়রা কম বেতন নিতে নারাজ। যদিও শেষ পর্যন্ত লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি ৭০ শতাংশ বেতন কম নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিজেরাই। এবার বার্সার কর্তৃপক্ষ জানাচ্ছে, খেলোয়াড়রা আগে থেকেকেই বেতন কম নিতে রাজি ছিল।

অনির্দিষ্ট কালের জন্য স্থগিত স্প্যানিশ লা লিগা। চলতি মৌসুমে ক্লাবের কোনও আয়ের উৎস নেই। খেলোয়াড় ও স্টাফদের বেতন কাটা নিয়ে ভাবছিল বার্সেলোনা। পাল্টা মেসি এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের বেতন কম নেয়ার সিদ্ধান্তটি জানান।

কাতালান দলটির অধিনায়ক বলেন, ‘১২ মার্চ থেকে স্পেনে ফুটবল বন্ধ। এমন কঠিন পরিস্থিতি কোনও দিনও হয়নি। ক্লাবের এমন ক্ষতির দিনে আমরা ফুটবলাররা অর্থনৈতিক ক্ষতির দায়ভার নিচ্ছি। সেক্ষেত্রে মাঠ কর্মী থেকে শুরু করে দলের সার্পোট স্টাফরা যাতে সম্পূর্ণ বেতন পেতে পারেন, আমরা ফুটবলাররা নিজেদের বেতনের ৭০ শতাংশ ছাড়তে চলেছি। এতে ক্লাবের কোনও কর্মচারীকে এমন মহামারীর দিনে অন্তত সমস্যায় পড়তে হবে না।’

মেসির বিবৃতি বার্সার উরুগুইয়ান স্ট্রাইকার লু্ইস সুয়ারেজসহ অনেকেই শেয়ার করেছেন।

‘বার্সেলোনাকে নিয়ে এমন বিপর্যয়ের মুহূর্তেও অনেক কিছু লেখা হয়েছে। অনেকেই অনেক কিছু বলেছে। কিছু বিষয় পরিষ্কার করে দিচ্ছি, আগে থেকেই আমারা চেয়েছি বেতন কম নেয়ার। আমরা জানতাম, পরিস্থিতিটা অন্যরকম। যখনই কর্তৃপক্ষ আমাদের কাছে সাহায্য চেয়েছে, আমরা সবার আগে তা দিয়েছি। নিজে থেকেও এটা করেছি, কারণ তা দরকার।’

আর্জেন্টাইন মহাতারকা জানান, দলের কর্তাদের এমন আচরণ তাদের কাছে স্বাভাবিক। নিজেরা ইচ্ছা করেই সিদ্ধান্ত নিতে সময় নিয়েছেন।

‘আমরা অবাক হইনি, কর্তৃপক্ষ আমাদের এমন কিছু করতে বাধ্য করার চেষ্টা করল, যা আমরা নিজ থেকেই করতাম। আসলে ইচ্ছা করেই সিদ্ধান্তটা নিতে সময় নিয়েছি। আমরা এমন একটি উপায় খুঁজছিলাম, যার মাধ্যমে এমন বিপদে ক্লাব ও স্টাফ সবারই উপকার হয়।

বার্সার ইতিহাসের সবচেয়ে সফলতম খেলোয়াড় মেসি আরও বলেন, ‘এত দিন এ নিয়ে কথা বলিনি, কারণ আমাদের মনে হয়েছে, ক্লাবকে সাহায্য করার সবচেয়ে বাস্তব উপায় খুঁজে বের করা এবং যাদের বেশি দরকার তাদেরই যেন সাহায্য করতে পারি, সেটা নিশ্চিত করা।’

এদিকে ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ সুর বদলিয়েছেন। তিনি বলেন, ‘মেসি আগেই আমাকে জানিয়েছিলেন বেতন কম নিতে আগ্রহী তিনি।’

বেতন কম নিয়ে দলের সাহায্য করায় মেসিদের প্রশংসা করেছেন তিনি।

‘ক্লাবের অধিনায়কদের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আসাই প্রমাণ করে দলের প্রতি তারা কতটুকু অনুগত।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
X
Fresh