• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রিয়াল-বার্সার সাবেক কোচের মৃত্যু

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০২০, ১৩:১৬
Radomir Antic
রাদোমির অ্যান্টিচ

রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের সাবেক কোচ রাদোমির অ্যান্টিচ মারা গেছেন। মৃত্যুর সময় সার্বিয়ান এই কোচের বয়স হয়েছিল ৭১ বছর। ফুটবল ইতিহাসে অ্যান্টিচই একমাত্র কোচ যিনি স্পেনের তিন জায়ান্ট রিয়াল, বার্সা ও অ্যাতলেটিকোর দায়িত্ব পালন করেছেন।

কিংবদন্তি এই কোচের মৃত্যুতে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) ও বেশ কয়েকটি দলের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

খেলোয়াড়ি জীবনে স্পেনের রিয়াল জারাগোজা ও ইংল্যান্ডের লুন টাউনের মতো দলের হয়ে খেলেছেন তিনি অ্যান্টিচ।

১৯৮৮ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। জারাগোজার কোচ হিসেবে প্রথম দায়িত্ব পান। রিয়াল মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা ও সেল্টা ভিগোর ডাগ আউট সামলেছেন তিনি।

অ্যাতলেটিকোর হয়ে ১৯৯৫-৯৬ মৌসুমে কোচ হিসেবে লা লিগা ও কোপা দেল রে’ও জিতেন অ্যান্টিচ। ২০০৮ সালে সার্বিয়া জাতীয় দলের কোচের দায়িত্ব বুঝে নেন। তার অধীনেই দলটি ২০১০ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে সার্বিয়া।

কোচিং ক্যারিয়ারের শেষ দিকে চাইনিজ সুপার লিগের দুটি দলের দায়িত্বপালন করেন অ্যান্টিচ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
ম্যানসিটিকে কাঁদিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
X
Fresh