• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানের সংখ্যালঘুদের পাশে আফ্রিদি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ এপ্রিল ২০২০, ১৩:৪৪
afridi pakistan
ছবি- শহীদ আফ্রিদির টুইটার থেকে

করোনার বিষাক্ত ছোবল পড়েছে বিশ্বের ২১০টি দেশে। এই পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ৮৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ১৫ লাখেরও বেশি। পাকিস্তানে আক্রান্ত হয়েছেন ৪ হাজার তিনশোর বেশি মানুষ। মৃতের সংখ্যা ৬৩ জন।

করোনার বিরুদ্ধে বাঁচার লড়াই চালাচ্ছে দেশটির সাধারণ মানুষ। ঠিক এমন সময় দুস্থদের পাশে দাঁড়িয়েছেন শহীদ আফ্রিদি। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সংখ্যালঘু জনগোষ্ঠীরও বিশেষ খেয়াল রাখছেন।

পাকিস্তানের হিন্দু টেনিস তারকা রবিন দাসের আহ্বানে সাড়া দিয়ে সংখ্যালঘুদের জন্য খাদ্য ও অর্থ দিয়ে সহযোগিতার চেষ্টা করছেন আফ্রিদি।

সম্প্রতি রবিন দাস করাচীতে থাকা গৃহবন্দি সংখ্যালঘু পরিবারদের সাহায্য করতে আফ্রিদির কাছে অনুরোধ করেন।

এরপরই আফ্রিদির ফাউন্ডেশন বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন। হিন্দু ও খ্রিস্টান পরিবারদের সাহায্য করছেন আফ্রিদি।

পাকিস্তানের নানা প্রান্তে শাহিদ আফ্রিদি ফাউন্ডেশন মাস্ক ও খাবার বিতরণ কর্মসূচী পরিচালনা করেন।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে আফ্রিদির এই লড়াইকে কুর্নিশ জানান ভারতীয় দুই ক্রিকেটার হরভজন সিং ও যুবরাজ সিং।

ভারত থেকে এই দুই ক্রিকেটার বিশ্ববাসীর কাছে আফ্রিদির ফাউন্ডেশনের জন্য আর্থিক সহযোগীতার আবেদন করেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে যা জানালেন দীঘি
শাহিন আফ্রিদিকে নিয়ে পিসিবির মিথ্যাচার
পাঁচ মাস পর নেতৃত্ব ফিরে পেলেন বাবর, যা বললেন আফ্রিদি
X
Fresh