• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এই সময়ে আইপিএল অসম্ভব: রাজীব শুক্লা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ এপ্রিল ২০২০, ১৫:১৮
এই সময়ে আইপিএল অসম্ভব: রাজীব শুক্লা
রাজীব শুক্লা

করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব যেখানে থেমে গেছে সেখানে খেলাধুলা তো কিছুই না। তার উপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হবে কী হবে না এ নিয়ে তর্ক-বিতর্কও হাস্যকর বটে।

কেউ বলছেন মাঠের দরজা বন্ধ করে হলেও আইপিএল হোক আবার কেউ বা আশায় আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাবে আর আইপিএল হবে ওই সময়ে।

তবে এসব বিতর্ক পেছনে ফেলে ফের জেগে উঠেছিল ১৫ এপ্রিল থেকে আইপিএল শুরুর বিষয়টি। কিন্তু শেষ পর্যন্ত এমন দাবি আর টিকেনি।

আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়ে দিয়েছেন, ১৫ এপ্রিল থেকে কোনো ভাবেই সম্ভব না আইপিএল শুরুর।

ভারতীয় গণমাধ্যমকে রাজীব শুক্লা জানিয়েছেন, আইপিএলের জন্য কোনও প্রস্তুতি নেয়া হয়নি। এখন আমাদের অগ্রাধিকার করোনার বিরুদ্ধে লড়াই। মানুষের প্রাণ বাঁচানোতেই গুরুত্ব দিচ্ছি। তবে সবকিছুই সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। দেখা যাক, সরকার কী সিদ্ধান্ত নেয়। আমরা সরকারের সিদ্ধান্ত মেনে চলব। কানে আসছে যে লক-ডাউনের মেয়াদ বাড়বে। এই পরিস্থিতিতে ১৫ এপ্রিল থেকে আইপিএল হওয়া একেবারেই অসম্ভব।

এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ১৯৯ জনের। ভারতজুড়ে চলছে ২১ দিনের লক-ডাউন। আশঙ্কা করা হচ্ছে এই লক-ডাউনের সময় সীমা বাড়তে পারে বলেও।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh