• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এক দিবালাই করোনায় আক্রান্ত হলেন চারবার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ এপ্রিল ২০২০, ১২:০৩
dybala
দিবালা

পাউলো দিবালা করোনায় আক্রান্ত এমন সংবাদ পড়তে পড়তে পাঠকরাও অভ্যস্ত হয়ে পড়েছেন। এই নিয়ে ছয় সপ্তাহে আর্জেন্টাইন তারকা মোট চারবার কোভিড-নাইনটিন পজেটিভ হয়েছেন। খবর ডেইলি মিররের।

ড্যানিয়েল রুগানি ও ব্লাইস মাতুইদির পর জুভেন্টাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হন দিবালা।

গেল ২১ মার্চ বান্ধবী ওরিয়ানা সাবাতিনিসহ আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেন নিজেই।

‘সবাইকে জানাতে চাই আমার এবং ওরিয়ানার কোভিড-নাইনটিন টেস্ট পজিটিভ এসেছে। আমরা সৌভাগ্যবান এখনও ভালো আছি। ধন্যবাদ যারা আমাদের খোঁজ নিয়েছেন।’

এরপর সুস্থ হয়ে যান ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে ধাপে ধাপে চারবার টেস্ট করালে প্রতিবারই ফল এসেছে আক্রান্ত তিনি।

নতুন করে আক্রান্ত হলেও বর্তমানে তিনি অবশ্য শঙ্কা মুক্ত রয়েছেন এমনটাই জানাচ্ছে ফুটবল বিষয়ক গণমাধ্যমগুলো।

এদিকে ইতালিয়ান প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে লকডাউন শিথিলের আদেশ দিয়েছেন। ৪ মে থেকে সিরি আ’র দলগুলো অনুশীলনে ফিরবে। জুনের প্রথম সপ্তাহ থেকে মাঠে গড়াতে পারে খেলা।

আর্জেন্টিনার পপ তারকা ওরিয়ানার সঙ্গে ২০১৮ সাল থেকে সম্পর্কে জড়ান দিবালা। গান ছাড়াও দেশটির জনপ্রিয় একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন ২৩ বছর বয়সী ওরিয়ানা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh