• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শ্রীলঙ্কা সফর নিয়ে আশাবাদী বিসিবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মে ২০২০, ১৫:২০
শ্রীলঙ্কা সফর নিয়ে আশাবাদী বিসিবি
ছবি- সংগৃহীত

একের পর এক সিরিজ স্থগিত হয়ে বিশ্ব ক্রিকেট এখন ঘর বন্দী। ক্রিকেটাররাও কাটাচ্ছে অলস সময়। করোনা পরিস্থিতি কাটিয়ে উঠলেও বেশ কিছুদিন সময় লেগে যাবে মাঠে ক্রিকেট ফিরতে।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশা দেখছে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে। আগামী জুলাই মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩টি টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার কথা মুমিনুলদের। এনিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে নিয়মিত আলাপ চলছে বিসিবির। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

বৃহস্পতিবার গণমাধ্যমকে নিজামউদ্দিন বলেছেন, গতকাল (বুধবার) এসএলসির প্রধান নির্বাহীর সঙ্গে আমার একটি বৈঠক হয়েছে। আমরা এই সফর নিয়ে আলোচনা করছি। তবে আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারিনি।

নিজাম উদ্দিন এটিও নিশ্চিত করেন, এমন পরিস্থিতিতে দুই দেশের সরকার যদি সবুজ সংকেত দেয় সেক্ষেত্রে সফর চূড়ান্ত হবে।

‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আমাদের সরকারের কী আদেশ রয়েছে সেদিকে নজর রাখার পাশাপাশি তাদের (শ্রীলঙ্কা) সরকার কীভাবে পরিস্থিতি মোকাবেলা করছে সে সমস্ত বিষয় আমরা খতিয়ে দেখছি।’

এর আগে বাংলাদেশের তৃতীয় দফা পাকিস্তান সফর স্থগিত হয়েছে। যেখানে ১টি টেস্ট ম্যাচ ছিল। স্থগিত হয়েছে আয়ারল্যান্ড সফর, ক্রিকেট অস্ট্রেলিয়া স্থগিত করেছে বাংলাদেশ সফর।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh