ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

করোনা যুদ্ধে ব্যাট নিয়ে হাজির রফিক

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৯ মে ২০২০ , ০৪:৫৭ পিএম


loading/img
মোহাম্মদ রফিক

বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্রের নাম মোহাম্মদ রফিক। কিংবদন্তি এই স্পিনার যোগ দিয়েছেন করোনা বিরোধী যুদ্ধে। স্মৃতি বিজড়িত একটি ব্যাট নিলামে তুলতে চলেছেন তিনি। এর থেকে আসা অর্থ দিয়ে দুস্থদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

১৯৯৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু রফিকের। ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০০৮ সালে। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে একশোর বেশি উইকেট রয়েছে। নামের পাশে রান রয়েছে হাজারের উপরে।

সাদা পোশাকে ৩৩ ম্যাচ খেলেছেন রফিক। তুলেছেন ১০০ উইকেট। ব্যাট হাতে করেছেন ১ হাজার ৫৯ রান। ১২৫টি ওয়ানডেতে ১২৫ উইকেটের পাশাপাশি ১ হাজার ১৯১ রান তুলেছেন। অন্যদিকে একটি টি-টোয়েন্টি খেলে ১ উইকেট ও ১৩ রান তুলেছেন।

বিজ্ঞাপন

এক ভিডিও বার্তায় ৪৯ বয়সী এই তারকা বলেন, ‘আমি মোহাম্মদ রফি। সারা বাংলাদেশের মানুষ করোনাভাইরাসের কারণে অসহায় অবস্থায় রয়েছেন। আমি আমার এই ব্যাটটি নিলামের তুলতে চাচ্ছি। এই ব্যাটে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখান থেকে যে অর্থ আসবে- তা গরিব মানুষের কল্যাণে ব্যয় করা হবে।’

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |