• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার নতুন যাত্রা শুরু

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ মে ২০২০, ১৯:০৬
Miroslav Klose
মিরোস্লাভ ক্লোজা

জার্মানির জার্সিতে ২০০২, ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ খেলেছেন মিরোস্লাভ ক্লোসা। বিশ্ব আসরে এই পর্যন্ত সর্বোচ্চ ১৬ গোল দেয়ার রেকর্ডেরর মালিক তিনিই।

জার্মান তারকা গেল দুই বছর ধরে বায়ার্ন মিউনিখের-অনূর্ধ্ব ১৭ দলের কোচ হিসেবে দায়িত্বপালন করছিলেন। আগামী মৌসুমে নতুন যাত্রা শুরু করছেন। বার্তা সংস্থা বিবিসি জানাচ্ছে, মিউনিখের দলটির সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি।

দীর্ঘদিন বাভারিয়ানসদের জার্সি খেলে একাধিক শিরোপাও জিতেছেন। এরই মধ্যে চুক্তি সম্পন্ন করে ফেলেছেন বুন্দেজ লিগার দলটির সঙ্গে।

৪১ বছর বয়সী ক্লোসা জানিয়েছেন, কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে আরেক ধাপ এগিয়ে গেলেন তিনি।

বায়ার্নের বর্তমান কোচ হানসি ফ্লিক ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ী দলের সহকারী কোচ ছিলেন।

ক্লোসা বলেন, ‘ফ্লিকের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। জাতীয় দলে যখন ছিলাম তখন থেকেই তার প্রতি আমার আস্থা রয়েছে অনেক।’

বায়ার্ন মিউনিখ ছাড়াও ১৯৯৮ সাল থেকে ২০১৬ পর্যন্ত হমবার্গ, কায়সারসালুটান, ওয়েরডান বেরমেন, ও ল্যাজিওর জার্সিতে খেলেছেন বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকার।

জার্মানির হয়ে ১৩৭ ম্যাচ ৭১ গোল করেছেন। ২০০১ সালে অভিষেকের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ২০১৪ সালে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh