• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হার্ট অ্যাওয়ার্ডের অর্থ করোনার তহবিলে দিলেন সানিয়া

স্পোর্টস ডেস্ক আরটিভি অনলাইন

  ১২ মে ২০২০, ১৮:০০
sania mirza
সানিয়া মির্জা

প্রথম ভারতীয় টেনিস তারকা হিসেবে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন সানিয়া মির্জা। সন্তান জন্ম দেয়ার পর কোর্টে ফিরে সফল হয়েছেন। প্রত্যাবর্তনের কারণে পুরস্কারটি জিতে নিয়েছেন। সেই পুরস্কারের অর্থ করোনাভাইরাস মোকাবিলায় ত্রাণ তহবিলে দান করলেন তিনি।

সানিয়া বলেন, ‘প্রথম ভারতীয় হিসেবে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড জয় আমার কাছে অত্যন্ত সম্মানের। আমি এই পুরষ্কার পুরো দেশ এবং আমার সব ভক্তদের জন্য উৎসর্গ করছি। আমাকে ভোট দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমি আশা করি, ভবিষ্যতে আরও বেশি দেশকে সম্মান এনে দিতে পারব।’

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, অনলাইন ভোটের মাধ্যমে ভক্তরা নির্ধারণ করেন ফেড কাপ হার্ট পুরষ্কার বিজয়ীদের নাম। ১ মে থেকে শুরু হয়েছিল। এক সপ্তাহ চলেছিল। মোট ভোটের ৬০ শতাংশের বেশি পেয়েছেন সানিয়া।

চলতি বছরের তিনটি আঞ্চলিক গ্রুপের মনোনীত প্রার্থীদের মধ্যে ভোট হয়। মোট ১৬ হাজার ৯৮৫ ভোটের মধ্যে ১০ হাজারের বেশি ভোট পান সানিয়া। এশিয়া এবং ওশিয়ানিয়া অঞ্চলের হয়ে পুরষ্কার জিতে নেন টেনিস কুইন খ্যাত এই তারকা।

প্রতিটি বিভাগের বিজয়ীরা ২ হাজার মার্কিন ডলার পুরষ্কার হিসাবে পেয়েছেন।

চার বছর পর ফেড কাপে ফিরেছিলেন সানিয়া। ইতিহাসে প্রথমবারের মতো প্লে-অফের জন্য ভারতকে যোগ্যতা অর্জনে সহায়তা করেছিলেন।

সানিয়া বলেন, ‘আমি এই পুরষ্কার থেকে যে অর্থ পেলাম তেলঙ্গানার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তা দান করতে চাই। কারণ বিশ্বে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।’

২০১৮ সালের অক্টোবরে ছেলে ইজহানকে জন্ম দেয়ার পর সানিয়া চলতি বছরের জানুয়ারিতে কোর্টে প্রত্যাবর্তন করেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শোয়েবের খেলা দেখতে গিয়ে সানিয়ার মির্জার স্লোগানে বিরক্ত সানা
শোয়েব অধ্যায় শেষে নতুন ইঙ্গিত সানিয়ার
শোয়েবের বিয়ের পর প্রথম পোস্টে যে বার্তা দিলেন সাবেক স্ত্রী সানিয়া
শোয়েবের পরকীয়ায় ক্লান্ত সানিয়া!
X
Fresh