• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক বাবর আজম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ মে ২০২০, ১৭:০৬
Pakistan's ODI captain Babar Azam
বাবর আজম

বিশ্বকাপে দারুণভাবে ব্যর্থ হয়েছেন ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ। ২০১৯ বিশ্বকাপে দলকে সেমি-ফাইনালে উঠাতে না পারার পর অনেককে ছাটাই করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এই তালিকায় ছিলেন কোচ থেকে শুরু করে নির্বাচক কিংবা টিম ম্যানেজমেন্টেরও অনেকে। তবে বিশ্বকাপের পর ওয়ানডে ম্যাচ না থাকায় সরফরাজ আহমেদকে নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এবার সিদ্ধান্তে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সরফরাজ আহমেদের জায়গায় ওয়ানডে দলের দায়িত্ব দেয়া হয়েছে ব্যাটসম্যান বাবর আজমকে।

তার আগে বাবর আজম দায়িত্ব পান টি-টোয়েন্টি দলের। টেস্ট অধিনায়ক সরফরাজকে সরিয়ে দায়িত্ব দেয়া হয় আজহার আলীকে।

এরপর ভাবা হচ্ছিল সরফরাজের আন্তর্জাতিক ক্যারিয়ার বোধ হয় বিশ্বকাপেই শেষ। তবে সেটা শেষ হতে দেয়নি পিসিবি। কেন্দ্রীয় চুক্তির ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে সাবেক অধিনায়ককে।

বাবরকে অধিনায়ক করায় সাধুবাদ জানিয়েছেন দলটির হেড-কোচ মিসবাহ উল হক।

এক বিবৃতিতে মিসবাহ বলেছেন, দুই অধিনায়ক আজহার ও বাবরকে অভিনন্দন জানাই। দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। আমি আশা করি তারা ভবিষ্যতে দলকে এগিয়ে নেয়ার জন্য সঠিক পরিকল্পনা নিয়ে এগুবে।

এমআর/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত বাবর আজম
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
নতুন রেকর্ড গড়লেন বাবর আজম
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম
X
Fresh