• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সুযোগ হলে বিপিএলে আসবেন ডু প্লেসি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মে ২০২০, ২৩:১১
সুযোগ হলে বিপিএলে আসবেন ডু প্লেসি
ছবি- সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ভেতর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অন্যতম। আইপিএল, বিগ-ব্যাশের পরই ধরা হয়ে থাকে এই টুর্নামেন্টের জনপ্রিয়তা। যেখানে নিয়মিত খেলেন ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো তারকারা।

দক্ষিণ আফ্রিকা থেকেও খেলে গেছেন এবি ডি ভিলিয়ার্সের মতো তারকা ক্রিকেটাররা। তবে আসা হয়নি দেশটির অধিনায়ক পদ থেকে সদ্য বিদায় নেয়া ফাফ ডু প্লেসি।

আজ বুধবার রাতে তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভ আড্ডায় এসেছিলেন ডু প্লেসি। প্রায় আধাঘণ্টার আড্ডায় ছিলেন দুই দেশের দুই তারকা।

এসময় প্লেসির কাছে তামিম জানতে চান, সুযোগ পেলে বিপিএলে আসবেন কী না খেলতে।

তামিম বলেন, বিপিএল ফলো করা হয় কী না। তুমি আমার কাছে ওয়াদা করো বিপিএলে খেলতে আসবে এবং আমার দলের হয়ে।

উত্তরে প্লেসি বলেন, আমি ফলো করি বিপিএল। তবে এটা সঠিক জায়গা নয় এসব বলার তবে আমি সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করব আসার।

ডু প্লেসির খেলার কথা ছিল বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে এশিয়া একাদশের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে খেলার। এমনকি এই দলের অধিনায়কত্ব করারও কথা ছিল তার।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh