• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘বাংলাদেশি দর্শকরা অস্ট্রেলিয়ানদের থেকে অনেক বেশি নম্র’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মে ২০২০, ০৯:১৪
du plessis
ফাফ ডু প্লেসি

ওয়ানডেতে অভিষেক হয়েছে ২০১১ সালের জানুয়ারিতে। প্রথম টেস্ট খেলেছিলেন পরের বছর নভেম্বরে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ভেন্যু অ্যাডিলেড। প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ল অজিরা। অধিনায়ক মাইকেল ক্লার্কের ২৩০ রানের ইনিংসের সুবাদে মোট সংগ্রহ দাঁড়ায় ৫৫০। অন্যদিকে ২৩৩ রানে ৪ উইকেট চলে যাওয়ার পর ব্যাট হাতে অ্যাডিলেডের ড্রেসিং রুমের সিঁড়ি দিয়ে নামছিলেন ফাফ ডু প্লেসি। এমন সময় ঘটেছিল এক কাণ্ড!

তামিম ইকবালের ফেসবুকে যুক্ত হয়ে ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রোটিয়া তারকা বলেন, ‘অভিষেক টেস্ট নার্ভাস ছিলাম। দ্রুত নামতে গিয়ে আমার জুতা খুলে যায়। হাতে গ্লাভস থাকা অবস্থায় জুতা পরতে সমস্যা হয়। আমি নিচু হয়ে জুতা পরার চেষ্টায় ছিলাম। দুই পাশের গ্যালারিতে দর্শকরা আমার মাথার ওপরেই ছিল। বাজে মন্তব্য করছিল। ঠিক এমন সময় মাঠে পৌঁছে আমার অবস্থা বেশ খারাপ ছিল।’

তামিম বলেন, ‘এখানে বাংলাদেশের দর্শকদের পক্ষ থেকে যদি কিছু বলা হতো তাহলে হয়ত টের পেতেন না। কারণ অস্ট্রেলিয়ার মতো বাংলাদেশি দর্শকরা ইংরেজিতে বলে না।’

ডু প্লেসি বলেন, ‘ইংরেজিতে কথা বলে না সেটা জানি। তবে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা অস্ট্রেলিয়ার তুলনায় যথেষ্ট নম্র।’