• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করাচির মন্দিরে আফ্রিদির ত্রাণ বিতরণ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ মে ২০২০, ১৩:৪৯
shahid afridi hindu temple pakistan,
ছবি-টুইটার থেকে নেয়া

করোনাভাইরাসের প্রভাব শুরু হওয়ার পর থেকে শহীদ আফ্রিদি সোচ্চার ভূমিকা পালন করছেন। চষে বেড়াচ্ছেন পাকিস্তানের প্রত্যন্ত জনপদ। খোঁজ নিচ্ছেন প্রান্তিক মানুষের। নিজেই পৌঁছে দিয়ে আসছেন প্রয়োজনীয় সামগ্রী।

নিজের সন্তান ও পরিবারকে দূরে রেখে ছুটে বেড়াচ্ছেন এদিক-সেদিক। শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের সাহায্যে দুস্থদের মাঝে খাবার পৌঁছে দিচ্ছেন তিনি।

চলতি সপ্তাহে করাচির একটি হিন্দু মন্দিরে হাজির হন দেশটির সাবেক ক্রিকেট তারকা। সেখানে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি।

টুইটার পোস্টে ছবিও শেয়ার করেছেন পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এই অলরাউন্ডার।

জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘কঠিন পরিস্থিতিতে আমরা একসঙ্গে আছি। একসঙ্গেই লড়ছি। একতাই আমাদের শক্তি। শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে উপস্থিত হয়েছিলাম। সেখানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।’

করোনার সংকট শুরু হওয়ার পর থেকেই আফ্রিদির ডাকে সারা দিয়ে দেশটির তারকারা এগিয়ে আসেন। ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং আফ্রিদির ফাউন্ডেশনে দান করেছেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে যা জানালেন দীঘি
শাহিন আফ্রিদিকে নিয়ে পিসিবির মিথ্যাচার
পাঁচ মাস পর নেতৃত্ব ফিরে পেলেন বাবর, যা বললেন আফ্রিদি
X
Fresh