• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সেদিন ধোনির বুদ্ধির কাছেই হেরে যায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ মে ২০২০, ১৫:৩৬
On that day, Pakistan lost to Dhoni
ছবি- সংগৃহীত

ফুটবলে টাইব্রেকার প্রায় নিয়মিত দৃশ্য। তবে ক্রিকেটও একবার সাক্ষী হয়েছিল টাইব্রেকারের, যদিও তার অফিসিয়াল নাম ছিল ‘বোল-আউট’। স্কোর-লাইন ছিল ৩-০।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচে ঘটেছিল এমন ঘটনা। সেই বিশ্বকাপের নিয়ম ছিল টাই হওয়া ম্যাচে পর্যায়ক্রমে ফাঁকা উইকেটে পাঁচটি বল ছুড়ে যে দল বেশিবার স্ট্যাম্পে লাগাতে পারবে তারাই হবে জয়ী।

সেই অদ্ভুত নিয়মের বিপরীতে অন্যরকম এক পরিকল্পনা এঁটেছিল ভারত। পাকিস্তানের নিয়মিত বোলারদের বিপরীতে ভারত কাজে লাগিয়েছিল তাদের অনিয়মিত বোলারদের।

বিরেন্দ্র শেওয়াগ, হরভজন সিং, রবিন উথাপ্পার পরপর তিন হিটের বিপরীতে উমর গুল, ইয়াসির আরাফাত কিংবা শাহীদ আফ্রিদি কেউই বল স্ট্যাম্পে লাগাতে সফল হননি। ফলে দুই বল বাকি থাকতেই ৩-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত।