• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সত্য বলায় নেতৃত্ব হারিয়েছিলেন ইউনিস খান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ মে ২০২০, ২০:১৪
সত্য বলায় নেতৃত্ব হারিয়েছিলেন ইউনিস খান
ইউনিস খান

মিথ্যা বলা মহাপাপ বলে জানলেও ইউনিস খানের বেলায় হয়ে তার উল্টোটা। সত্য বলাতেই নাকি হারাতে হয়েছিল পাকিস্তান দলের দায়িত্ব। এমন দাবিই তুলেছেন এই সাবেক তারকা ব্যাটসম্যান।

২০০৯ সালে পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব নেয়া ইউনিস দায়িত্ব হারিয়েছিলেন ছয় মাসের মাথায়। এই ছয় মাসের ভেতরই পাকিস্তানকে জিতিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরও কেন নেতৃত্ব হারিয়েছিলেন তিনি, জানিয়েছেন গালফ নিউজে।

নেতৃত্ব হারানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইউনিস বলেন, 'জীবনে এমন কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে আপনাকে যখন সত্য বললে আপনাকে মানুষ ভারসাম্যহীন বলবে। আমি দলের গ্রুপিং নিয়ে কথা বলেছিলাম, এটাই ছিল আমার ভুল। এমনকি তারা দেশের জন্য নিজেদের সর্বোচ্চটা দিচ্ছিল না। তবে যাদের নিয়ে কথা বলেছিলাম তারা তাদের ভুল বুঝতে পারে এবং আমরা লম্বা সময় সতীর্থ ছিলাম।

ইউনিস খান এটিকে অবশ্য ভুল বলছেন না, এসব থেকেও শেখার আছে অনেক কিছু। এমনটাই ভাবছেন তিনি।