• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশের বিপক্ষে অভিষেকে হ্যাটট্রিক করা সেই পেসার হেরোইনসহ আটক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ মে ২০২০, ১২:১১
Shehan Madushanka
শেহান মাদুশাঙ্কা

বছর দুইয়েক আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিল তার। বল হাতে প্রথম ম্যাচে নেমেই হ্যাটট্রিক করেছিলেন শ্রীলঙ্কান পেসার শেহান মাদুশাঙ্কা। ডান-হাতি এই বোলারকে আটক করেছে দেশটির পুলিশ। ২৫ বছর বয়সী মাদুশাঙ্কার বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে ছিল হিরোইন।

স্থানীয় পুলিশের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, পান্নালা শহরে তল্লাসি চালানো সময় তার গাড়ি থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ম্যাজিস্ট্রেটের আদেশের ভিত্তিতে মাদুশাঙ্কাকে দুই সপ্তাহের জন্য হেফাজতে রাখা হবে।

করোনাভাইরাসের বিস্তার রোধে বেশ কঠোর ভূমিকায় শ্রীলঙ্কান সরকার। দেশজুড়ে চলছে কারফিউ। জরুরি প্রয়োজন ছাড়া বের হলে জেল-জরিমানা গুণতে হচ্ছে জনগণকে। এমন পরিস্থিতিতে তাকে আটক করা হলো।

২০১৮ সালের জানুয়ারিতে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে অভিষেকের ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন মাদুশাঙ্কা। ওই সফরে টাইগারদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছিলেন। যদিও চোট পেয়ে ছিটকে পড়েন জাতীয় দল থেকে। এর পর আর দেশের জার্সিতে মাঠে নামা হয়নি তার।

গেল ২০ মার্চ থেকে দ্বিপ রাষ্ট্রটিতে লকডাউন শুরু হয়। নিয়ম ভাঙার দায়ে এই পর্যন্ত ৬৫ হাজারের মানুষকে আটক করেছে পুলিশ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh