• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আইসিসির স্পষ্ট ব্যাখ্যা চান সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ মে ২০২০, ১৪:০৫
Shakib Al-Hasan family daughters wife
স্ত্রী শিশির ও দুই মেয়ে আলাইনা ও ইরামকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঈদ পালন করেছেন সাকিব

করোনাভাইরাসের দাপট চলছে বিশ্বজুড়ে। সব ধরনের ক্রিকেট রয়েছে স্থগিত। ২২ গজে ফেরার জড়সড় পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। করোনা পরবর্তী সময়ে ক্রিকেট শুরু করতে গাইডলাইন তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সদস্য দেশগুলোকে তা পালন করারও নির্দেশ দেয়া হয়েছে। যদিও বেশ কিছু নিয়ম রয়েছে অস্পষ্ট যেগুলো নিয়ে আরও ভাবতে হবে বলে মনে করেন সাকিব আল হাসান।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার ‘ব্যক টু ক্রিকেট’ গাইডলাইনে উল্লেখ রয়েছে, মাঠে নামলে সামাজিক দূরত্ব বজায় রেখে খেলা চালাতে হবে। কেমন হবে মাঠের রূপরেখা সেটির বিস্তারিত বলা হয়নি।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রশ্ন তুলেছেন সাকিব। তার মতে এগুলো আরও স্পষ্ট করা উচিৎ।

তিনি বলেন, ‘এখন তো শুনি ৩ ফুট বা ৬ ফুটও নয়, ১২ ফুট পর্যন্তও নাকি এটা (করোনাভাইরাস) ছড়াতে পারে। তার মানে পিচের এই পাশ থেকে ওই পাশের কাছাকাছি। তাহলে দুই ব্যাটসম্যান কি ওভার শেষে এসে এক জায়গায় দাঁড়াবে না! পরামর্শ করতে যাবে না! দুই পাশেই থেকে যাবে! মাঠে দর্শক থাকবে না! উইকেটকিপার দূরে গিয়ে দাঁড়াবে! ক্লোজ ফিল্ডিংয়ের কী হবে? এসব নিয়ে ভাবার আছে।’