• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্বকাপ পিছিয়ে দেয়ার প্রস্তাবে সমর্থন নেই পিসিবির

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ মে ২০২০, ১৬:৩৩
The PCB does not support the proposal to postpone the World Cup
ছবি- সংগৃহীত

করোনাভাইরাসের তাণ্ডব এখনও থামেনি বিশ্বজুড়ে। বেশ কয়েকটি দেশে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বরং বড়েই চলছে দিন দিন। এতে বন্ধ রয়েছে ক্রীড়াঙ্গন। স্থবির হয়ে থাকা ক্রীড়াঙ্গনকে সচল করতে অনুশীলনে ফিরেছে কয়েকটি দেশের ক্রিকেট বোর্ড।

সামনেই রয়েছে আইসিসির বৈশ্বিক আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবার কথা থাকলেও এখনও নিশ্চিত না নির্ধারিত সময়ে বিশ্বকাপের পর্দা উঠবে কী না।

এনিয়ে আজ বৃহস্পতিবার সভায় বসেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সিদ্ধান্ত নেয়া হবে বিশ্বকাপ পেছানো হবে নাকি নির্ধারিত সময়েই আয়োজন করা হবে বিশ্বকাপ।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা এনিয়ে বলেছেন, এখনই কেন পেছানোর সিদ্ধান্ত নিতে হবে। সময় তো আছেই আরও।

'মাত্রই মে মাস শেষ হচ্ছে। হাতে আরও বেশ কয়েক মাস সময় রয়েছে। আইসিসির উচিত অপেক্ষা করা, করোনাভাইরাসের জন্য পরিস্থিতি কী দাঁড়ায় সেটা তা দেখা। অন্তত আরও দু’মাস পর বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।'

এই পিসিবি কর্মকর্তা আরও দাবি করেন, বিশ্বকাপ পিছিয়ে যদি আইপিএল অনুষ্ঠিত করা হয় সেটি কোনোভাবেই মেনে নেয়া হবে না। আইসিসি ইভেন্ট তো আর আইপিএলের ঊর্ধ্বে না!

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে নতুন বোর্ড প্রধান পেল পাকিস্তান ক্রিকেট
X
Fresh