• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোনালদো মানেন মেসিই ‘নাম্বার ওয়ান’

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ জুন ২০২০, ১২:৫৪
Ronaldo Nazário messi vs ronaldo
লিওনেল মেসি

মাত্র ২১ বছর বয়সে ব্যালন ডি’ অর জয় করেছিলেন। যা বিশ্ব ফুটবলে এখন কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে এই সম্মান অর্জনের রেকর্ড। ১৯৯৩ সাল থেকে ২০১১ পর্যন্ত সিনিয়র লেভেলে খেললেও বারবার ইনজুরির কারণে মাঠ থেকে ছিটকে পড়েছেন। তবু দুইবার ব্যালন ডি’ অর ও তিনবার ফিফার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন। যদিও মাঠে নামা হয়নি। ১৯৯৮ বিশ্ব আসরে গোল্ডেন বল জিতলেও শিরোপা তুলতে সক্ষম হননি। যদিও ২০০২ সালে সেরা গোলদাতা হয়ে ঠিকই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। খেলেছেন ক্রুজেইরো, পিএসভি, বার্সেলোনা, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও করিনথিয়ান্সের হয়ে। নাম রোনালদো নাজিরিও।

বিশ্বের ইতিহাসে সর্বকালের সেরা স্ট্রাইকার বললেও ভুল হবে না তাকে। সব মিলিয়ে গোলের সংখ্যা কম হলেও নামের পাশে অসংখ্য শিরোপা রয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তির।

সম্প্রতি প্রশ্ন এ এস স্পোর্টস প্রশ্ন করেছিল দ্য ফেনোমেননের চোখে সেরা ফুটবলার কে?

জবাবে লিওনেল মেসির নাম নিয়েছেন। রোনালদো মনে করেন সবার শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।