• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আবারও বঙ্গবন্ধু গোল্ডকাপের চ্যাম্পিয়ন ফিলিস্তিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ জানুয়ারি ২০২০, ১৭:৫৪
বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ফিলিস্তিন। ফাইনালে বুরুন্দিকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা তুলে নিলো মধ্যপ্রাচ্যের দলটি।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষীকি উপলক্ষে আয়োজিত বিশেষ এই আয়োজনের সেমিফাইনাল থেকেই বাদ পড়তে হয় স্বাগতিক বাংলাদেশকে।

এদিন ম্যাচের ২ মিনিটে ঝটিকা আক্রমণ থেকে গোলোৎসবের শুরুটা করেন খালেদ সালেম। মোহাম্মদ দারউইশের বাড়ানো বলটি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড সালেম।

১০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ফিলিস্তিনের অধিনায়ক সামেহ মারাবা। ডিফেন্ডার ইয়াওইর নেয়া শট ফিরে আসলেও মারাবা ঠিকই গোল আদায় করে নেন।

এদিকে ২৬তম মিনিটে লায়েথ খারৌবের রিবাউন্ড শটে ৩-০ গোলের লিডে স্বস্তিতে থেকে বিরতিতে যায় গত আসরের চ্যম্পিয়নরা।

খেলায় ফিরতে মরিয়া বুরুন্ডি আক্রমণের চেষ্টায় মগ্ন থাকে। যদিও প্রতিটি আক্রমণ গতি হারায় ফিলিস্তিন রক্ষণে।
দ্বিতীয়ার্ধ্বে গোল পেতে আক্রমণের গতি বাড়ায় আফ্রিকার দেশটি। ৬০ মিনিটে এক গোল শোধ দেন ডিকুমানা আজমান। এরপর কোন দল আর গোল করতে না পারায় শিরোপা জয়ের উৎসবে মাতে ফিলিস্তিন।

ম্যাচ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন। এ সময় টুর্নামেন্টেকে সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বঙ্গবন্ধু কন্যা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
বায়ার্নকে টপকে ১২০ বছরের আক্ষেপ ঘুচালো লেভারকুসেন
‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’
X
Fresh