নির্বাচকের দায়িত্ব থেকে হান্নান সরকারের পদত্যাগ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ Copied from: https://rtvonline.com/

রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:২০ পিএম


নির্বাচকের দায়িত্ব থেকে হান্নান সরকারের পদত্যাগ
ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হান্নান সরকার পদত্যাগ করেছেন। শনিবার (১ ফেব্রয়ারি) তিনি পদত্যাগপত্র জমা দেন। 

বিজ্ঞাপন

হান্নান সরকার জানিয়েছেন, দল নির্বাচনের সঙ্গে আর জড়িত থাকতে চান না। আগামীতে কোচিংয়ের দায়িত্ব পেলে কাজ করতে আগ্রহী হবেন তিনি।

পদত্যাগপত্রে হান্নান সরকার লিখেছেন, চলতি মাসের শেষ দিন পর্যন্ত তিনি তার বর্তমান দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

যদিও ২০২৬ সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল হান্নান সরকারের, তবে দায়িত্ব নেওয়ার মাত্র এক বছরের মধ্যে তিনি তার পদ থেকে সরে দাঁড়ালেন। গত বছরের ১২ ফেব্রুয়ারি গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হান্নান সরকার। 

জাতীয় দলের দায়িত্ব পাওয়ার আগে বয়সভিত্তিক দলেও কাজ করেছেন সাবেক এই ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক ছিলেন হান্নান। ২০২০ সালে তার অধীনেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ।

আরটিভি/ ডিসিএনই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission