ফুটবল দলের কোচ জেমি ডে’কে অব্যাহিত দেওয়ার বিষয়ে ব্যাখা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাকে অব্যাহিত দেওয়ার কারণ জানিয়ে বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল বলেন, মার্চে নেপালে ও কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফলাফল আমাদের ভালো লাগেনি। এ ব্যাপারে আমরা কোচ জেমি ডে’র সঙ্গে কয়েকবার কথা বলেছি, কিন্তু তার উত্তর বা কথায় আমরা সন্তুষ্ট হইনি।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক সভা শেষে এসব কথা বলেন কাজী নাবিল।
তিনি বলেন, আজকের সভা শেষে সিদ্ধান্ত হয়েছে আগামী দুই মাসে তিনটি টুর্নামেন্টের জন্য জেমি ডেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। আগামী তিনটি টুর্নামেন্টে জাতীয় দলের দায়িত্ব থাকবেন বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোন।
স্প্যানিশ এই কোচ দীর্ঘ দুই বছর ধরে ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের ম্যানেজারের হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার অধীনেই ক্লাব ফুটবলে খেলে থাকেন জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার। এ ছাড়াও তার ঈর্ষণীয় সাফল্য দেখেই আপাতত দলের দায়িত্ব দেওয়া হয়েছে এই কোচকে।
অস্কার ব্রুজোনকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে সহ-সভাপতি বলেন, গত দুই বছরে ঘরোয়া লিগের পারফরম্যান্সে তার ফলাফল সবচেয়ে ভালো। আমরা তার কোচিং লক্ষ্য করেছি। বাংলাদেশের খেলোয়াড় সম্পর্কে তার ভালো অভিজ্ঞতা আছে। সেই ভিত্তিতেই তাকে আমরা নির্বাচন করেছি।
এদিকে আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সাফের ১৩তম আসর। সাফ আসর শুরুর আগেই প্রধান কোচকে সরিয়ে দিলো বাফুফে।
জেএইচ/